পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবারের শীতকে পরাজিত করে উত্তাপ ছড়ানোর পথেই হাঁটতে শুরু করেছে। গতকাল শুক্রবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এরপর থেকেই ভোটের উত্তাপ শুরু হয়ে গেছে। অপরদিকে রিটার্নিং অফিসারের কাছে বাতিল ঘোষণার পর মনোনয়নপ্রত্যাশীরা নির্বাচন কমিশনে আপিল করেছেন। গত বৃহস্পতিবার থেকে তিন দিনের আপিল শুনানি শুরু হয়ে আজ শনিবার শেষ হচ্ছে।
এদিকে মাঠে ভোটযুদ্ধের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পথে। তবে বসে নেই প্রার্থী ও সমর্থকরা। শীতের শেষ বিকাল থেকে মধ্যরাত অবধি চলছে চায়ের কাপে ভোটের ঝড়। ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। কিন্তু সেদিকে না তাকিয়ে সমর্থকরা কথার ঝড়ে শীতকে কাছে ঘেষতে দিচ্ছেন না। সে সঙ্গে চলছে রসাত্মক শব্দের খেলা। বিশেষ করে মনোনয়ন বঞ্চিত কিংবা দলে থেকে সমর্থন না পাওয়া প্রার্থীদের দিকেই ছুড়ে দেয়া হচ্ছে রসাত্মক শব্দ।
মায়ার বাঁধন ছিন্ন
চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগ তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে ছেটে ফেলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে বীর বিক্রম। এ আসনে দল নৌকার বৈঠা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন খান রুহুলকে। একাদশ নির্বাচনের তফসিল ঘোষণার প্রথম থেকেই মায়া ছিলেন আলোচনার কেন্দ্রে। মায়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মাজেদুর রহমান খান।
বাণিজ্যের বলি
জাতীয় পার্টির (জাপা) সদ্য সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র আপিলেও বাতিল হয়েছে। গতকাল ইসির আপিল শুনানিতে ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এর আগেই তার বিরুদ্ধে জাপার অভ্যন্তরেই মনোনয়ন বাণিজ্যের গুরুতর অভিযোগ ওঠে। স্ত্রীসহ নিজের আসন ঠিক রেখে অন্যদের বলি দেয়ার অভিযোগ করা হলেও তিনি কোন জবাব দেননি। এমন অবস্থায় গত ৩ ডিসেম্বর তাকে মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় জাপার প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙাকে। দায়িত্ব নিয়েই রাঙ্গা মন্তব্য করেন, মনোনয়ন বাণিজ্যের তদন্ত করা হবে।
সারেং-দস্যু বনহুর
রূপালি পর্দার জনপ্রিয় নায়কদের দুইজন হলেন আকবর হোসেন পাঠান ফারুক ও সোহেল রানা (মাসুদ পারভেজ)। এবার তারা নির্বাচনী মাঠে নেমেছেন। শহীদুল্লা কায়সারের উপন্যাস অবলম্বনে সারেং বউ ছবির নায়ক সারেং ফারুক ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মোননয়ন পেয়েই মন্তব্য ছুড়ে দেন ১৮ বছর পর এলাকাবাসী নৌকা পেয়েছে। অনেক চেষ্টা করেও এ আসনটি জাতীয় পার্টি (জাপা) নিতে পারেনি। অপরদিকে জাপার হয়ে বরিশাল-২ আসনে দাখিল করা রোমেনা আফাজের ধারাবাহিক উপন্যাস নিয়ে নির্মিত দস্যু বনহুর ছবির নায়ক সোহেল রানার মনোনয়ন রিটার্নিং অফিসার বাতিল করেন। গতকাল তিনি আপিলে ঠিকে গেছেন।
হিরোর এ জ্বালা প্রাণে সহে না
এবারের মনোনয়ন ফরম সংগ্রহের শুরু থেকেই আলোচনায় ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। মনোনয়ন বাতিল হওয়ার পর আপিল ভোটযুদ্ধের মাঠে নামার লাইসেন্স জোটেনি। এ থকেই রাগ-ক্ষোভ ঝাড়লেন হিরো আলম। গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক নাগরিক সভায় তো বলেই ফেললেন, ‘নির্বাচন কমিশনার বড় বড় কথা বলেন। তারা কষ্ট করে নির্বাচন কমিশনার হননি। তারা যদি বুঝতেন ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করার জ্বালাটা কতটুকু, তাহলে ১ শতাংশ ভোটারদের স্বাক্ষর সংগ্রহের আইনটা পাস করতেন না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।