Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বৈত মনোনয়নের ১৭ আসনে যারা আ.লীগের প্রার্থী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একই আসনে দুইজনকে মনোনয়ন দেয়া ১৭টি আসনে জটিলতা ভাঙলো আওয়ামী লীগ। চূড়ান্ত করা হয়েছে একক প্রার্থী। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাত থেকে এসব আসনে চূড়ান্ত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করে দলটি।
গতকাল দুপুরে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বাসায় গিয়ে রংপুর-৬ আসনে চূড়ান্ত মনোনয়নের চিঠি তার হাতে তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিরিন শারমিন এর আগে প্রার্থী হতে চেয়ে রংপুর-৬ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন।
দ্বৈত মনোনয়ন দেওয়া বাকি আসনগুলোয় চূড়ান্ত প্রার্থীরা হলেন, কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম। এ আসনে প্রধানমন্ত্রীর সহকারী মসিউর রহমান হুমায়ুনকেও মনোনয়ন দেওয়া হয়েছিল।
চাঁদপুর-১ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। বাদ পড়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। চাঁদপুর-২ আসনে বাদ পড়েছেন ত্রাণ ও দুর্যাগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন খান রুহুল। চাঁদপুর-৪ আসনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ড. শামসুল ভূঁইয়াকে বাদ দেওয়া হয়েছে।
লক্ষীপুর-৩ আসনে বিমান পরিবহনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। বাদ দেয়া হয়েছে গোলাম ফারুককে। পটুয়াখালী-৩ আসনে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, বাদ পড়েছেন কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা।
নওগাঁ-৫ আসনে চূড়ান্ত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ছেলে নিজামুদ্দিন জলিল জন; বাদ পড়েছেন আব্দুল মালেক। নড়াইল-১ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি; ১৪ দলীয় জোট শরিক জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বাদ পড়েছেন। টাঙ্গাইল-২ আসনে তানভীর হাসান (ছোট মনির); বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল। জামালপুর-১ আসনে বর্তমান এমপি আবুল কালাম আজাদ; বাদ পড়েছেন নূর মোহাম্মদ। জামালপুর-৫ আসনে মোজাফফর হোসেন; সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা; বাদ পড়েছেন মনিরুল ইসলাম মনু। ঢাকা-৭ আসনে হাজি সেলিম চূড়ান্ত; বাদ গেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। ঢাকা-১৭ আসনে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক চূড়ান্ত; বাদ পড়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান। ফরিদপুর-২ আসনে সাজেদা চৌধুরী চূড়ান্ত; বাদ পড়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল। বরগুনা-১ আসনে বর্তমান এমপি ধীরেন্দ্র নাথ শম্ভু; বাদ পড়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ