Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুষ্ঠু নির্বাচনে রেজ্যুলেশন

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনকে উৎসাহিত করার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানিয়েছে রিপাবলিকান সংসদ সদস্য উইলিয়াম আর কিটিং। গতকাল শুক্রবার কংগ্রেসে উপস্থাপিত এক রেজ্যুলেশনে কিটিং এই আহ্বান জানান। রেজ্যুলেশনটি বিবেচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিতে পাঠানো হয়েছে।
মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে সম্মান জানানোর জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়ে রেজ্যুলেশনে বলা হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও সব ধর্মের লোকদের মধ্যে সম্প্রীতি নিশ্চিত করার নির্বাচন কমিশনের অনুরোধকে যেন সরকার রক্ষা করে।
সব রাজনীতিবিদ এবং জুডিসিয়াল কর্তৃপক্ষ যেন বাংলাদেশের ভোটারদের ইচ্ছাকে সম্মান জানায় এবং সব বাংলাদেশি যেন স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে তার জন্যেও এ রেজ্যুলেশনে আহ্বান জানানো হয়।
বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক স্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে রেজ্যুলেশনে বলা হয়েছে, মানবাধিকার রক্ষা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য এবং উগ্র ও ধর্মীয় মৌলবাদের উত্থান ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশের সঙ্গে আরও বেশি যোগাযোগ রক্ষা করে চলে।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ৯ ডিসেম্বর, ২০১৮, ১:২৩ এএম says : 0
    যুক্তরাষ্ট্র বিশ্বের একটা সেরা শিক্ষিতদের দেশ তাদের কাছ থেকে এধরনেরই কথা আশাকরা উচিৎ তবে অনেক সময় অনেক দেশে নীতির কথা কিংবা সেই দেশের প্রকৃত শিক্ষিত লোক শিক্ষার কথা বুঝতে পারে কিনা এসব দিকে খেয়াল রেখে উপদেশ না দিলে সেসব উপদেশ মূল্যহীন হয়ে যায় নয় কি?? আমি দেখতে পাচ্ছি আজকের এই সংবাদে রিপাবলিকান সংসদ উইলিয়াম আর কিটিং যে পরামর্শ দিয়েছেন সেটা যায়গা মত সঠিক উপদেশ হয়নি কারন বাংলাদেশের আপমর জনগণ শিক্ষিত নয় তারা সরাসরি এই উপদেশ গ্রহণ করার যোগ্য নয়। এ কারনেই বাংলাদেশের পাকিদের সমর্থক .. এই কথা গুলোকে টুইষ্টিং করে তাদের পক্ষে নিয়ে সমাজকে বিভ্রান্তিতে ফেলার প্রচেষ্টায় থাকবে এটাই সত্য নয় কি?? এখানে একটা বিষয় আমরা বুঝি কিন্তু ভিনদেশীরা বুঝেনা যেকারনে তাদের করা ভাল ভাল মন্তব্য বেশীর ভাগ সময়ে কোন কাজে লাগেনা কারন সেসব বাংলাদেশের জন্যে প্রয্যযো নয় এটাই আমরা দেখে আসছি। এখানে মার্কিন সাংসদ অবশ্যই কাগজে কলমে এবং বিভিন্ন দেশের বা সংস্থার মন্তব্যের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে বিস্তারীত জানেন তাই তিনি এধরনের বক্তব্য দিয়েছেন এটা মানতেই হবে। তবে আমরা যারা বাংলাদেশে শিক্ষা লাভ করে এসব দেশে এসে কাজ করে এদের সাথে মিশে এদেরই সমাজের একজন হতে পেরেছি তাদের দৃষ্টি কোন থেকে মার্কিন সাংসদ উইলিয়াম আর কিটিং এভাবে শুধু কাগজের মন্তব্যের উপর নির্ভর করে বা যুক্তরাজ্যের একজন আইনজীবি সাংসদের কর্মের ও মন্তব্যের উপর নির্ভর করে এধরনের একটা কঠিন কাজ করা ঠিক হয়নি। কারন আমরা জানি বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয় যে দাতাদের ভিক্ষার উপর নির্ভর করে না, তাই তাদের অন্যায় উপদেশও মানতে বাধ্য নয়। আবার বর্তমান বাংলাদেশ সম্পূর্ণ ভাবে নিজস্ব আয়ের উপরই চলে কাজেই তারা তাদের আভ্যন্তরীণ বিষয়ে অন্যের হস্তক্ষেপ সহ্য করবে না এটাই বাস্তব।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ