Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জোট ও দলীয় প্রার্থীদের চূড়ান্ত চিঠি দিচ্ছে আ’লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৩ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিকদের অাসন নিশ্চিত করে চিঠি দিতে শুরু করছে অাওয়ামী লীগ। শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন তাদের চিঠি দেওয়া হচ্ছে। পাশাপাশি চিঠি পাচ্ছেন আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীরাও।

শুক্রবার (০৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব চিঠি সংগ্রহ করছেন প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনয়নের চূড়ান্ত চিঠি পেয়েছেন- সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), মুহাম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), মহিউদ্দিন খান আলমগীর (চাঁদপুর-১), একেএম শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), বিএম কবিরুল হক (নড়াইল-১), আ স ম ফিরোজ (পটুয়াখালী-৩) এবং তানভীর হাসান ওরফে ছোট মনির (টাঙ্গাইল-২)। এসব আসনে দুইজন করে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিলো আওয়ামী লীগ।

মহাজোটের শরিকদের মধ্যে নৌকা প্রতীকে নির্বাচন করার চিঠি পেয়েছেন- জাসদের শিরীন অাখতার (ফেনী-১), রেজাউল করিম তানসেন (বগুড়া-৪), হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-), বিকল্পধারা বাংলাদেশের এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪)।



 

Show all comments
  • হতদরিদ্র দীনমজু ৭ ডিসেম্বর, ২০১৮, ২:২০ পিএম says : 0
    বর্তমান চীপহুইপ আ স ম ফিরোজ পটুয়াখালী ২ নির্বাচনী এলাকা | তাকে পটুয়াখালী ৩ দেখানো ভুল না সঠিক | জানতে চাই|| ইনকিলাব সঠিকতথ্য নির্ভর সংবাদ প্রকাশ করে থাকে আমার বিশ্বাস আশা করি সঠিক সংবাদ পাবো||
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ