পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সারা দেশে ধানের শীষের জোয়ার উঠেছে। ধানের শীষের জোয়ার দেখে সরকারি দল বেপরোয়া। এ কারণে তারা ক্রমাগত নির্বাচনের আচরণবিধি লংঘন করে চলেছে। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন নিশ্চুপ। সরকারি দল অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। রাতে বোমাবাজি হয়। তারা এগুলো করে মানুষকে আতঙ্কিত করার জন্য। যেখানে যাই মানুষ ক্ষেত থেকে উঠে এসে জিজ্ঞেস করে ভোট দিতে পারবেন কিনা।
ব্যারিস্টার মওদুদ বলেন, সুষ্ঠু নির্বাচন করার বিন্দুমাত্র পরিবেশ দেশের কোথাও নেই। আমার নির্বাচনী এলাকায় দুইভাবে আইনের প্রয়োগ হচ্ছে। সরকারি দলের জন্য আরচণবিধি প্রয়োগ হয়না। কিন্তু আমার বেলায় আচরণবিধি প্রয়োগ করার জন্য পুলিশ ও নির্বাচনী কর্মকর্তারা অতি উৎসাহিত। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে বর্তমান সরকারের পরিবর্তন হবে। দেশের মানুষ খুশি হবে এবং শান্তি পাবে।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় কবিরহাট উপজেলার শাহাজির হাট ইউনিয়নে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী, কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু। উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হুদা ফরহাদ, আলতাফ হোসেন দুলাল, জাকের হোসেন সেলিম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।