Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের পক্ষে মাঠে নামবেন মুক্তিযোদ্ধারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আজীবন পৃষ্টপাষক ও প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নৌকা প্রতীকের পক্ষে সম্মিলিতভাবে মাঠে নামবেন মুক্তিযোদ্ধারা। এই লক্ষ্যে আগামীকাল শনিবার হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারতের পর প্রচারণায় নামবেন তারা।
এদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসার টার্নিংপয়েন্ট হিসাবে খ্যাত সিলেট-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ড. এ কে আবদুল মোনেমের বাসা হাফিজ কমপ্লেক্সে মতবিনিময় শেষে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক কর্মসূচি পালন করা হবে।
বুধবার রাজধানীর ধানমন্ডির সিটি হাসপাতালের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠনের নেতাদের যৌথসভায় এই সিদ্বান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্বা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির মহাসচিব আবদুস সালাম মজুমদার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডের মাহমুদ পারভেজ জুয়েল ও রফিকুল ইসলাম, সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. কায়কোবাদ, জেলা কমান্ডার ফোরামের আহ্বায়ক ফরিদপুরের কমান্ডার মো. আবুল ফয়েজ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী চৌধুরী সেলিম, রুপালীদেশ সম্পাদক আবদুল মালেক মণি, মেজর (অব.) লেনিন।
অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী বলেন, আমি পাকিস্তান আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি ছিলাম ও পরবর্তিতে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেই। আমি আওয়ামী লীগের পক্ষে আছি, আজীবন থাকব।
মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু বলেন, আওয়ামী লীগের সাথে আছি, নৌকার সাথে আছি। আওয়ামী লীগের দু:সময়ে রাজপথে ছিলাম আছি থাকব। বঙ্গবন্ধু কন্যা সবকিছু জানেন। আমার বিশ্বাস জাতীয় নির্বাচনের পর মুক্তিযোদ্ধা সংসদের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ