Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নবাবগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের ১৩০তম শাখা উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩০তম শাখা ‘নবাবগঞ্জ শাখা’ উদ্বোধন করা হয়েছে। গতকাল ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা প্রধান অতিথি থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান, ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ মোস্তফা কামাল এবং কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিল বক্তব্য রাখেন। বক্তারা মার্কেন্টাইল ব্যাংকের সাফল্য কামনা করেন। ব্যাংকের নবাবগঞ্জ শাখা প্রধান ও এফএভিপি মো. আবু নাসির শফিউর রহমান ভূঁইয়া অতিথিদের ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম কর্মীসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কেন্টাইল ব্যাংক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ