পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-াদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আপিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউয়ের (পুনর্বিবেচনার) রায় আজ (বৃহস্পতিবার)। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রায়ে রিভিউ আবেদন খারিজ হলে সব আইনি প্রক্রিয়া শেষ হবে। বাকি থাকবে প্রেসিডেন্টের কাছে শুধুমাত্র প্রাণভিক্ষার বিষয়টি। তবে রিভিউ আবেদন গ্রহণ করলে মৃত্যুদ-াদেশ বাতিল হবে। এর আগে গত মঙ্গলবার রায় পুনর্বিবেচনার শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয়। শুনানি শেষে আসামি পক্ষ ন্যায়ের বিচার প্রত্যাশা করেছেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ সাজা বহাল থাকবে বলে আশা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।