Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতে ঘোষণা হবে বিএনপির প্রার্থী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ৬:১১ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী আজ রাতে ঘোষণা হচ্ছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা রাত ৮টার পর থেকে ঘোষণা করা হবে। তবে এখনো প্রাথমিক মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি শেষ না হওয়ায় আংশিক তালিকা ঘোষণা করবে দলটি। পরবর্তীতে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করার পর ৩০০ আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করবে বিএনপি। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রার্থী তালিকা ঘোষণা করলে দলে কোন্দল দেখা দেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘আমি উনার বক্তব্যের জবাব সাধারণত দিতে চাই না। তিনি বলেছিলেন, বিএনপি প্রার্থী দিতে পারবে না, সংকটে পড়বে। আমরা সাড়ে ৮ শ প্রার্থী দিয়েছি। তিনি বললেন, বিএনপি ভেঙে সবাই আওয়ামী লীগে যোগ দেবে। এখনও কেউ যায়নি। তারা ভয় পাচ্ছে বলেই এসব বলছে।’

মনোনয়ন বাতিলকৃত প্রার্থীদের নির্বাচনের সুযোগ দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ন্যায় বিচার পেলে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও প্রার্থীতা ফিরে পাবেন। তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা দলের অসংখ্য নেতাকে নির্বাচনের অযোগ্য করেছিলেন। আজকে আপিলে তারা বৈধ হয়েছেন। এ জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এটা একটি বিজয়। একইভাবে বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

মির্জা ফখরুল বলেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করার জন্য প্রশাসন যুক্ত হচ্ছে। আমরা আবারও নির্বাচনের পরিবেশ তৈরি করতে গ্রেফতার বন্ধে কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে ভীত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বে-আইনিভাবে প্রভাবিত করছে সরকার। গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিলেও এখনও বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।’



 

Show all comments
  • md golzar ali ৬ ডিসেম্বর, ২০১৮, ৬:২৯ পিএম says : 0
    আমি ইনকিলাবের সংবাদ পছন্দ করি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ