Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে এক সেক্যুলার আইকন শেখ হাসিনার পতন ঘটাতে চান: আল জাজিরা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ৬:০৫ পিএম

বাংলাদেশের সংবিধান প্রণেতা এক সেক্যুলার আইকন কর্তৃত্ববাদিতার অভিযোগে অভিযুক্ত এক দশকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের পতন ঘটানোর জন্য লড়াইরত বিরোধীদলের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।
এ মাসের শেষে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ (এএল) ক্ষমতায় থাকার জন্য ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন একটি নতুন জোটের বিরুদ্ধে লড়বে। কামাল হোসেন অক্সফোর্ডে শিক্ষাপ্রাপ্ত একজন আন্তর্জাতিক আইনজ্ঞ যাকে শেখ হাসিনা ছোট বেলা থেকে চাচা ডেকে আসছেন।
৮২ বছর বয়স্ক আইনজীবী কর্মী অক্টোবরে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আরো দুটি দলের সাথে যোগ দেন।
বিএনপি আশা করছে যে এ জোট গঠন তাদের জনসমর্থন জোরদার ও গত ফেব্রুয়ারিতে দুর্নীতির দায়ে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাদন্ড এবং অক্টোবরে তার প্রবাসীপুত্রকে কারাদন্ড প্রদানসহ বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে।
এিনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, তাদের দল কৌশলগত কারণেই কামাল হোসেনের সাথে হাত মিলিয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, আমাদের (জাতীয় ঐক্য ফ্রন্ট) লক্ষ্য অভিন্ন, তা হচ্ছে দেশকে স্বৈরশাসন মুক্ত করা।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ হাসিনার পিতার সাবেক সহযোগী অশীতিপর কামাল হোসেন বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সাথে জোট গড়ে তোলার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ছিল।
স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের স্বল্পকালের ইতিহাসে সর্বাপেক্ষা দীর্ঘকাল ক্ষমতায় থাকা নেতা।
‘ঘাতকদের সাথে হাত মিলিয়েছেন’
শেখ হাসিনা বিএনপির বর্জন করা এক নির্বাচনে ২০১৪ সালে আবার ক্ষমতায় আসেন। এ সময় অর্ধেকেরও বেশী আসনে সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এ নির্বাচন পরিহার করেন।
কামাল হোসেন রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, গত পাঁচ বছরে যা ঘটেছে তা নজিরবিহীন। গত পাঁচ বছর ধরে আমাদের কোনো নির্বাচিত সরকার নেই।
শেখ হাসিনাবিএনপি প্রধান খালেদা জিয়ার মধ্যে দীর্ঘ ও তিক্ত বিরোধিতা রয়েছে। গত তিন দশকের অধিকাংশ সময় তারা পালাক্রমে ক্ষমতায় ছিলেন ও রয়েছেন।
বিএনপির সাথে অবস্থান কামাল হোসেনকে শেখ হাসিনার টার্গেটে পরিণত করেছে। ’৭১-এর স্বাধীনতা বিরোধী নিষিদ্ধ ইসলামী দল জামায়াত-ই-ইসলামীর সাথে বিএনপির সম্পর্ক রয়েছে। যুদ্ধাপরাধের জন্য জামায়াতের কয়েকজন সদস্যকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে।
নতুন জোট গঠনেরকথা ঘোষণার কয়েকদিন পর শেখ হাসিনা ঘোষণা করেন যে কামাল হোসেন খুনিদের সাথে হাত মিলিয়েছেন। জামায়াতের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ হয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, তাদের বহু ক্যাডারই বিএনপি প্রার্থীদের সমর্থন দেবে বলে মনে করা হচ্ছে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ফারুক খান জাতীয় ঐক্য ফ্রন্টকে ‘যুদ্ধাপরাধীদের জোট’ বলে আখ্যায়িত করেন। তিনি আল জাজিরাকে বলেন, জাতীয় ঐক্য ফ্রন্ট কোনো রাজনৈতিক জোট নয়, বরং যুদ্ধাপরাধী ও জঙ্গিদের জোট যারা দেশের গণতন্ত্রায়নে বিশ^াস করে না। তিনি বলেন, দেশের লোক সর্বশেষ ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত সরকারের কথা ভোলেনি। তখন দেশ একটি ব্যর্থ রাষ্ট্র ছিল।
ড. কামাল হোসেন অতীতে বিএনপির কিছু ভুল করার কথা স্বীকার করেন। তিনি বলেন, বিএনপি বহু ভুল করেছে যা আমি কখনোই প্রশংসা করিনি। তারা রাজনীতিতে সাম্প্রদায়িকতা ঢুকিয়েছে যা দুঃখজনক। তিনি বলেন, তাদের জোট হবে ধর্মনিরপেক্ষ। জামায়াতের মত গ্রুপগুলোর সাথে তাদের কিছু করার নেই।
জোট নিয়ে সংশয়
বিশ্লেষকরা জোটের ভবিষ্যত নিয়ে সন্দেহ ব্যক্ত করেছেন। কারণ এর প্রধান নেতারা বিভিন্ন আদর্শগত পশ্চাৎপট থেকে এসেছেন। তাছাড়া জোট যদি জয়ী হয় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে কোনো স্পষ্ট কথা নেই।
যদি ঐক্যফ্রন্ট জয়ী হয় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন প্রশ্নের জবাবে বিএনপির মওদুদ আহমদ বলেন, এটা এক কৌশলগত সিদ্ধান্ত যে বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। কামাল হোসেন ঐক্যফ্রন্টের নির্বাচনী খসড়ার ব্যাপারে কথা বলেছেন। সব মিলিয়ে আমি যা বলতে পারি তা হচ্ছে আমরা আর ক্ষমতার কেন্দ্রীয়করণে বিশ^াসী নই। তিনি আরো বলেন, যদি তারা নির্বাচিত হন তাহলে তারা প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দু’বারের বেশী না হওয়া নিশ্চিত করবেন।
কামাল হোসেন গণফোরাম নামের একটি দলের প্রধান। গত মাসে কামাল হোসেনের নেতৃত্বে জোটে যোগদানের কথা ঘোষণা করা পর্যন্ত সাধারণ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা নিয়ে সন্দেহ ছিল।
আওয়ামী লীগ বলেছে, বিএনপি ক্ষমতায় ফেরার জন্য কামাল হোসেনের খ্যাতিকে ব্যবহারের চেষ্টা করছে। কিন্তু তারা দুঃখজনক ভাবে ব্যর্থ হবে। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, কামাল হোসেনের গণফোরাম কখনো সংসদের একটি আসনও পায়নি। এতে প্রমাণিত হয় যে তিনি জনপ্রিয় লোক নন এবং তার দলের প্রতি বড় ধরনের জনসমর্থন নেই।
কামাল হোসেন লাঠি হাতে হাঁটেন। তিনি বলেন, তার অনেক বয়স হয়েছে। তিনি প্রধানমন্ত্রী হতে চান না। তিনি বলেন, কিন্তু জোটের মধ্যে কিছু ব্যক্তি তাকে মাহাথির মোহাম্মদের সাথে তুলনা করেন যিনি ৯২ বছর বয়সে তার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন। কামাল হোসেন বলেন, হয়ত তার স্বাস্থ্য আমার চেয়ে ভালো।
কিছু রাজনৈতিক বিশ্লেষক নির্বাচনে জোর ক্ষমতাসীন বিরোধিতার ভবিষ্যদ্বাণী করেন।
মিডিয়ার কন্ঠরোধ
বিএনপির ভাষায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিরোধী দলের অসংখ্য কর্মী গ্রেফতার ছাড়াও হাসিনা সরকার বিখ্যাত আলোচিত্রী শহিদুল আলমসহ সমালোচকদের গ্রেফতার করেছে। সামাজিক মাধ্যমে মন্তব্য করার জন্য শহিদুল আলমকে গ্রেফতার করা হয়।
কামাল হোসেনের মেয়ে সারা একজন সুপরিচিত আইনজীবী। তিনি গত সপ্তাহে শহিদুল আলমের জামিন লাভে সহায়তা করেন।
শেখ হাসিনা যে সব আইন করেছেন তাতে মানবাধিকার গ্রুপগুলোর ভাষায় তাকে ভিন্ন মত দমন ও মিডিয়ার কন্ঠরোধে ব্যাপক ক্ষমতা প্রদান করেছে।
বিশিষ্ট নেতা কামাল হোসেন এগুলোকে পূর্বপরিকল্পিত উদ্যোগ বলে আখ্যায়িত করেন যার লক্ষ্য এমনকি একদলীয় রাষ্ট্রও নয়, এক ব্যক্তির রাষ্ট্র।
সমালোচকরা সরকারের টার্গেট হবে আশংকার কথা উল্লেখ করে কামাল হোসেন বলেন, প্রকৃত বিপদ হচ্ছে বর্তমান সরকারের মত একটি কর্তৃত্ববাদী সরকার, আল্লাহ মাফ করুন যেন আগামী নির্বাচনে আমাদের দেখতে না হয়, যদি থাকে আমাদের অনেকেই দেশে থাকতে পারবেন না।
আওয়ামী লীগ কথা বলার স্বাধীনতা খর্ব করা বা সংবাদপত্রের স্বাধীনতা রোধের চেষ্টার কথা অস্বীকার করেছে এবং বিএনপি সদস্যদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা বৈধ বলে আখ্যায়িত করেছে।
উল্লেখ্য, ড. কামাল হোসেন ব্রিটিশ শাসনামলে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন চিকিৎসক। তিনি শেখ হাসিনার পিতার সাথে জেল খাটেন এবং পরে বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী হন। তিনি জাতিসংঘে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ’৯০-এর দশকের গোড়ার দিকে তিনি আওয়ামী লীগ ত্যাগ করে বিরোধী দলীয় গণফোরাম গঠন করেন।
বিএনপির ভেতরের লোকজন জানান যে তার আন্তর্জাতিক অবস্থান এবং মুক্তিযোদ্ধা হিসেবে তার ইমেজ তাকে জোটের নেতৃত্বে স্থাপনের কারণ। তবে কারো কারো প্রশ্ন যে বাংলাদেশের রাজনীতির কুৎসিত দিকটির জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য তার আছে কিনা।
সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও পেশাগত সহকর্মী ড. শাহদীন মালিক বলেন, তিনি (ড. কামাল হোসেন) কোনো বিদ্রোহী নেতা নন, ক্ল্যাসিক সাংবিধানিক আইনজীবী। তিনি আইনবিধি মোতাবেক কাজ করেন যা আমাদের রাজনীতিতে অসুবিধাজনক হতে পারে। আমার কাছে এটাই তার প্রধান দুর্বলতা।
রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী আল জাজিরাকে বলেন, কামাল হোসেনের সাথে জোটে বিএনপি লাভবান হবে। এটা বিএনপির ভোটব্যাংক কতটা বাড়বে জানি না, তবে তাতে বিএনপির ইমেজ বাড়বে। খালেদা জিয়ার কারাদন্ডের ফলে নির্বাচনে অভিভাবকহীন হয়ে পড়া বিএনপি কামাল হোসেনের সাথে জোটের কারণে একজন বলিষ্ঠ নেতা পেয়েছে।



 

Show all comments
  • Rahi ৭ ডিসেম্বর, ২০১৮, ২:০৯ এএম says : 0
    Vot ki sustho hobay ?
    Total Reply(0) Reply
  • Ahmed Hossain ৭ ডিসেম্বর, ২০১৮, ২:৫৫ এএম says : 1
    শেখ হাসিনা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন আমাদের ভোটের অধিকার ফিরিয়ে পেতে আমরা জিবন উৎসর্গ করতে প্রস্তুত,
    Total Reply(0) Reply
  • আবু হানিফ পাটোয়ারী ৭ ডিসেম্বর, ২০১৮, ৮:৩১ এএম says : 0
    হ্যা...ধন্যবাদ ড. কালাম হোসেন স্যার। আওয়ামীলিগ এটা কিসের রাজনিতি শুরু করেছে যেখানে বিরোধী দল কিছু বল্লেই মামলা আর গুম,খুন। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী,যে কিনা সারা বাংলার সু-শিক্ষার জন্য লড়েছেন আজ রাজনৈতিক ক্রোধে শিকার হয়ে জেলে।এর মধ্যেই তো প্রমাণ হয় আওয়ামীলীগ কেমন স্বভাবের।তাহলে কোন দিক থেকে তারা দেশের ভালো চেয়েছেন??
    Total Reply(0) Reply
  • Ripon rahman ৭ ডিসেম্বর, ২০১৮, ১:৫৮ পিএম says : 2
    Valo laglo toba 2019 sala Dr Kamal opposition leader hoban ata sure.kamal saheb Jodi atoi Popular rajnity bid hotan tahola nirbachon kiralan na Kano?
    Total Reply(0) Reply
  • বাবুল চৌধুরী এইচ এম ৭ ডিসেম্বর, ২০১৮, ৭:৪৯ পিএম says : 4
    বাংলাদেশের মতো অধিক জনসংখ্যা বহুল দেশের জন্য শাসক হিসাবে শেখ হাসিনার মতো একজন প্রজ্ঞাবান ব্যক্তির প্রয়োজনীতা অস্বীকার করা যাবেনা। বাংলাদেশের বেশীরভাগ মানুষ অপাত্রে ভোট দান করে অতীতে ভোটের মর্যাদা ক্ষুন্ন করেছে,শুধুমাত্র ভোটদানের মাধ্যমে প্রকৃত গনতন্ত্র প্রতিষ্ঠা হয়না,উন্নয়নমুখী গনতন্ত্র ই বাংলাদেশের মানুষকে সফলতার দ্বারপ্রান্তেঁ পৌঁছাবে তাই শেখ হাসিনার সরকার আরেকবার দরকার।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ৭ ডিসেম্বর, ২০১৮, ১০:৪২ পিএম says : 1
    ড; কামাল হোসেন। আপনি যাই হোন না কেন বাংলাদেশের বাংলাদেশী সহ পৃথীবীর সবাই আপনাকে মনে রাখিবেন।
    Total Reply(0) Reply
  • মোঃ ফরহাদ হোসেন বাবু ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:৩০ এএম says : 0
    বাংলাদেশে এখন কোন মানবিক উন্নয়ন হয়না। শুধু ইট পাথর,পাথর,রড,সিমেন্ট দিয়ে একটি দেশের কতটা উন্নয়ন হয় তা আমার বোধগম্য্য নয়। নির্যাতন নিপীড়নের হাত থেকে বাচতে যে জাতি স্বাধীন করেছিল ৩০ লক্ষ প্রানের বিনিময়,ঠিক তাহারই প্রাপ্য এ বাঙ্গালী জাতি ভোগ করে অতিশয় তিক্ত স্বাদের ফল। পাকিস্থান হায়নাদের বিস্বাদের ফলের বীজ এদেশে রোপন করে গিয়েছিল যা স্বাধীনতার ৪৭ বছর অবধি বিদ্যামান। কোন ব্যক্তি স্বপ্ন নয় কে রাজা হবে কে মন্ত্রি হবে কে কি হবে তা নিয়ে এদেশের মানুষ আন্তরিক ভাবে ভাবেনা শুধু এটা ভাবে যে কখন বাঙ্গালী জাতির শান্তি আসবে। বাংলাদেশের সম্মানিত সর্বজনীয় নেতা নেত্রিকে বলব কারও একার স্বপ্ন নিয়ে না ভেবে হতভাগা সর্ব বাঙ্গালির স্বপ্নকে একত্রিত করে ভাবুন। আমি কোন ব্যক্তি,জাতি বা গোষ্ঠিকে কটাক্ষ করে বলি নাই, মাত্র বাস্তবতা বিষয় বলেছি।
    Total Reply(0) Reply
  • শেখ আহাদ ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৬ এএম says : 2
    ইউরোপে একটি প্রবাদ আছে,বল খেলে ইংল্যাণ্ড ও ফ্রান্স কিন্তু জেতে জার্মানি। তদ্রুপ ঈক্যফ্রন্ট যুক্ত ফ্রন্ট যারাই খেলুক জিতবে আওয়ামী লীগ। কারণটা হল আওয়ামী লীগের খারাপ কাজের চেয়ে অনেক ভাল কাজের পাল্লা ভারী। আর মানুষ এখন অনেক সচেতন। সাপ ছেড়ে দিয়ে বা নতুন বোতলে পুরনো মদ এসব বিষয়ে অনেক সচেতন। আমার মনে হয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটার রা আওয়ামী লীগ ও তাদের জোট কে বেছে নিবেন।
    Total Reply(0) Reply
  • ইকবাল ১০ ডিসেম্বর, ২০১৮, ৫:০৯ পিএম says : 0
    দেশকে স্বৈরশাসন মুক্ত করা। কামাল হোসেন অক্সফোর্ডে শিক্ষাপ্রাপ্ত একজন আন্তর্জাতিক আইনজ্ঞ ,কামাল হোসেন রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, গত পাঁচ বছরে যা ঘটেছে তা নজিরবিহীন। গত পাঁচ বছর ধরে আমাদের কোনো নির্বাচিত সরকার নেই। কামাল হোসেন বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জোট গড়ে তোলার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ছিল। কামাল হোসেনকে মাহাথির মোহাম্মদের সাথে তুলনা করা হয়।
    Total Reply(0) Reply
  • রিপন ১০ ডিসেম্বর, ২০১৮, ৬:০৬ পিএম says : 0
    জুলমাতের আঁধিয়ার যখন গাঢ় থেকে প্রগাঢ়তর হযে যায়, তখন প্রকৃতির অমোঘ নিয়মেই দিকহারা মানুষকে পথ প্রদর্শন, নেতৃত্ব প্রদানের জন্যে ত্যাগী সত্যবাক প্রকৃতিই হাজির করে দেয়, এঁদের আদর-কদর করা নিজেদের স্বার্থেই কল্যাণকর। ফেরাউনি খোয়াবে বুঁদ যারা, তারা সত্যকথন মানে না, মানতে চায় না। শ্যামল বাংলায় আজ যখন মহাশ্মশানের প্রেত নেচে বেড়ায়, বুড়িগঙ্গাসমেত আস্ত বাংলাদেশ যেখানে লাশে লাশে সয়লাব, আস্ত বাংলাদেশ যেখানে বধ্যভূমি হয়ে গেছে, শ্বাপদ-সংকুল এই জনপদে যখন মানুষ প্রাণ খুলে ঝেড়ে কাশতেও ভয় পায়, তখন জনগোষ্ঠীর মুক্তি লাভের আকাঙ্ক্ষা জেগে ওঠা খুবই স্বাভাবিক; এবং দিন দিন ওই আকাঙ্ক্ষা সফল পরিণতির দিকেই ধাবিত হয়ে থাকে, এমনটিই হয়ে আসছে বিশ্বপল্লীর ইতিহাসে। ড. কামাল সত্যবাক। সত্য-ন্যায়, কল্যাণ, সুন্দরেই তাঁর অবস্থান, বরাবরের মতো। কেন তিনি লোভ করলেন না, কেন নির্বাচনে দাঁড়ালেন না, কেন পদ পদবীর কাঙাল হলেন না - এসব বুঝতে হলে আগে ত্যাগকে, ত্যাগের মহিমাকে বুঝতে হবে। অবশ্য, স্বীকার করি, তাঁদের পক্ষে ত্যাগের স্বরূপ হৃদয়ঙ্গম করা বড্ডো মুশকিল, যাঁদের জীবনে ত্যাগ বলতে সবেধন নীলমণি একটিমাত্র কম্মোই আছে, সেটি তাঁরা নিয়ম করে প্রত্যহ প্রত্যুষে নীরবে নিভৃতে একমনে নির্জন প্রকোষ্ঠে বসে সারেন। ত্যাগ বলতে তাঁরা ওইটুকুনই বোঝেন!
    Total Reply(0) Reply
  • করিম বিন জলিল ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:১০ এএম says : 0
    যে যায় বলুন না কেন বাংলাদেশের ভালো নয় ৷ একাত্তরে আমরা যে আশায় রক্ত দিয়েছিলাম তার এতুকুও অর্জিত হয়নি ৷ এলক্ষ অর্জনে বি এন পি আঃলীগ এবং জাঃ পার্টি সকলেই একে একে ব্যর্থতার পরিচয় দিয়েছে ৷ তারা এখন ক্ষমতার রাজনীতিতেই দিশেহারা ৷লোভ লালসা তাদের দুটি চোখকে পুরোপুরি অন্ধই বানিয়ে রেখেছে ৷এদের দিয়ে আর ভালো কিছু আশা করা যায়না ৷ অবস্থাদৃষ্টে মনে হয় বাংলাদেশ এক যোগসন্ধিকণে অবস্থান করছে ৷ আজ হোক কাল হোক এদেশে বড় ধরণের কোনো পরিবর্তন হতে পারে ৷ তবে তা কার দ্বারা কখন হবে তা এখনো স্পষ্ট নয় ৷ তবে বিগত ব্যবহৃত পরিক্ষিত কারো দ্বারা যে হবে এতটুকু বলা যায় ৷
    Total Reply(0) Reply
  • Zayn Ahmed ১২ ডিসেম্বর, ২০১৮, ৪:৩৮ এএম says : 0
    আচ্ছা আমার কিছু জানার ছিলো! সকলেই বলছে এই সরকারের আমলে উন্নয়নের জোয়ারে দেশ ভেসে যাচ্ছে.আমার প্রশ্ন : আসলে উন্নয়নটা কি দেশের হচ্ছে নাকি নেতা নেত্রীদের? গত নির্বাচনের সময় যার হলফনামায় সম্পদ ছিলো,২৫ লাখ টাকা,আজ সে ১০ কোটি টাকার মালিক.কিন্তু ঐ নেতার প্রফেশন,উনি মাছের ব্যাবসা করেন. আর আপনারা যদি ইট রড সিমেন্ট এর তৈরি দালানগুলোতে উন্নয়ন দেখেন।তবে ব্যাংক খাতের যে বিপুল পরিমাণ ধ্বস,রিজার্ভ ব্যাংকে টাকা নেই এইসব আপনাদের চোখে পরে না? এতো মানুষ গুম খুন হচ্ছে,ধর্ষণ হচ্ছে লাখ লাখ মেয়ে কিন্তু বিচার হয়না এইসব দেখেন না?
    Total Reply(0) Reply
  • M Ramadan Bhuiyan ১২ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৭ এএম says : 0
    আওয়ামী লীগের কারনেই আজ দেশ এত গরীব অসহায় ও ধংশস্থোপে পরিণত - ১৯৭২ এ দেশের শিল্প কারখানা জাতীয়করন ও বিদেশী শিল্প মালিকদের কিক আঊট - বর্তমান সময়ে হাজার কোটি টাকার ব্যাংক লুট - প্রতিহিংসার রাজনীতি চালু - আদালত ব্যবস্থা ধ্বংশ - ফরমায়েশী রায় দিতে বিচারককে নির্দেশ । - ৭২ সালে জেনারেল নিয়াজী সহ ৯৭০০০ পাকিস্থানী সৈ্ন্যকে জামাই আদরে পাকিস্থানে ফেরত পাঠইয়ে স্বাধীনতার ৪২ বছর পর কিছু সিভিলিয়ান রাজনীতিককে যুদ্ধ অপরাধী বানিয়ে মৃত্যু দন্ড প্রদান - ৭৪ এর দুর্ভীক্ষে নংগর খানা খোলা ও এক একটি রুটির বিনিময়ে আওয়ামী কর্মী কতৃক এক এক নারীর সতিত্ব হরন...............এ সবই ইতিহাস হরন
    Total Reply(0) Reply
  • S I manik ১২ ডিসেম্বর, ২০১৮, ৭:০০ পিএম says : 0
    Unnoyon ogrojatea obbahoto thakuk,,,,
    Total Reply(0) Reply
  • রহিম ১৩ ডিসেম্বর, ২০১৮, ১:৩৩ এএম says : 0
    শেখ হাসিনা চাচা বলে ডাকতো শেখহাসিনা কারে সন্মাম দিযে কথা বলে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ