পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশের আসন্ন নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে প্রতিদ্বন্দ্বীতামূলক হয়ে উঠবে বলে আশাবাদী ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের দক্ষিণ এশিয়া বিষয়ক শীর্ষ কর্মকর্তারা নির্বাচনের আগ মূহুর্তের ও পরবর্তী পরিবেশের দিকে তীক্ষ্ন নজর রাখছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে আসার তালিকায় থাকা পর্যবেক্ষকদের পাশাপাশি ঢাকায় মার্কিন দূতাবাসের অন্তত আটটি দল নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত হবে এমনটাই জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। এর মধ্যে দেশটির পক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ১২টি দল সরেজমিনে নির্বাচন পর্যবেক্ষণ করবে। প্রতিটি দলে অন্তত দু’জন সদস্য থাকছেন।
সব মিলিয়ে কমপক্ষে ২০টি পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করবে। বাংলাদেশের বিভিন্ন স্থান ঘুরে এসব পর্যবেক্ষক দলকে সহযোগিতার বিষয়টি পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় তুলেছেন ঢাকার নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গত সোমবারের ঐ বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে পদক্ষেপ নিতে এরই মধ্যে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, নির্বাচন প্রক্রিয়া গভীর পর্যবেক্ষণে রেখেছে হোয়াইট হাউস। উভয় দেশ একই পদ্ধতি অনুসরণ ও গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী বলে যুক্তরাষ্ট্র অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচন আশা করে।
গত ২২ অক্টোবর ঢাকা সফর করেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রধান উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস। অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে সরকারের দেওয়া অঙ্গীকার রক্ষার আহ্বান জানিয়ে সে সময় তিনি বলেন, সরকার নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। আমরা সরকারের এ প্রতিজ্ঞার বাস্তবায়ন দেখতে চাই। সদ্যবিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের ভাষায়, যে দেশটি মধ্যম আয়ের দেশ হতে যাচ্ছে, সেই দেশের জন্য গ্রহণযোগ্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গণতন্ত্র তখনই উন্নত হয় যখন সকল জনগণ এতে সস্পৃক্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।