Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন কমিশন দ্বিমুখী নীতি অবলম্বন করেছে

বিবৃতিতে ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ৩০০ প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র গৃহীত হয়নি রিটার্নিং অফিসারের বাছাইয়ে। বেশিরভাগই বাতিল করা হয়েছে ঠুনকো অজুহাতে । গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ইসলামী আন্দোলনের যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে; তাদের প্রায় সবার ক্ষেত্রেই খুবই লঘু কারণ ছিল বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, আইনের মারপ্যাচ দেখিয়ে প্রার্থিতা বাতিল করার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া যাবে না। আমরা প্রার্থিতা বাতিলের ত্রুটিপূর্ণ এই কার্যক্রমকে আইনীভাবে চ্যালেঞ্জ করছি। আমরা আপিল করেছি। আশা করছি, আমরা সুবিচার পাবো, ইনশা আল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ