Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টার মধ্যে মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাছাইয়ের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ৬:১৭ পিএম | আপডেট : ৮:৩৩ পিএম, ৪ ডিসেম্বর, ২০১৮

নির্বাচন কমিশনে থাকা ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে ওই মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করতে বলেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণ না করার কারণকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে না পাঠিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে রেখে দেয়া ঘটনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) ও ঢাকা বিভাগীয় কমিশনার এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।
পরে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, এর আগে গত ২৮ নভেম্বর ঢাকা-৯ আসন থেকে চেষ্টা করেও মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে ১ ডিসেম্বর তার ওই আসনের মনোনয়নপত্রটি প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো হয়। এরপর ২ ডিসেম্বর মনোনয়নপত্রটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর নিয়ম থাকলেও তা করা হয়নি। ফলে ওই মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্নের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়।
ওই রিটের শুনানি নিয়ে আদালত প্রধান নির্বাচন কমিশনারকে মির্জা আব্বাসের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা কাছে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে এই মনোনয়নপত্র যাচাই-বাছাই করতে নির্দেশ দেন।
প্রসঙ্গত, এর আগে গত ২৮ নভেম্বর নির্ধারিত সময়ের পর মির্জা আব্বাসের পক্ষে তার সমর্থকরা মনোনয়নপত্র জমা দিতে গেলে তা নিতে অস্বীকার করা হয়। সমর্থকদের অভিযোগ, মির্জা আব্বাসের ছবি দেখেই শেষ দিনে মনোনয়নপত্র জমা নিতে গড়িমসি করেন রিটার্নিং অফিসার কার্যালয়ের নির্বাচনী কর্মকর্তারা। তবে নির্বাচনী কর্মকর্তারা দাবি করেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পর মনোনয়নপত্র জমা দিতে আসায় তা জমা নেয়া সম্ভব হয়নি।

 



 

Show all comments
  • M,morshid khan porosh ৪ ডিসেম্বর, ২০১৮, ৮:১৪ পিএম says : 0
    আমার মনে হয় শুধু মির্জা আব্বাস সাহেবের নয় একিভাবে বিএনপি ও অন্যান্য যাদের মনোনয়ন পত্র সামান্য ভুলের কারণে অথবা কারোর নির্দেশে যদি এরকম করে থাকেন তাহলে সবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে দেখা উচিত তা না হলে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব নয়, নির্বাচন কমিশন যেটা করতেছে তাতে আবারো প্রমাণ করে সিইসি একটি প্রশ্ন বিদ্ধ নির্বাচন করতেই এই ঘন হাড়ে বাতিল প্রক্রিয়া
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ