Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে লড়াইয়ের মাঠ ছাড়ছি না- মান্না (ভিডিওসহ)

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ৪:২৫ পিএম | আপডেট : ৬:৪৪ পিএম, ৪ ডিসেম্বর, ২০১৮

দীর্ঘ দশ বছর দেশে একটি অংশগ্রহণ মূলক নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এ নির্বাচনটিও আদৌ নূন্যতম গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, নির্বাচন কমিশন চোখ কানা করে একদিকে তাকিয়ে দেখলে তো নির্বাচন করা যাবে না। তবে তারা ও সরকার মিলে যা-ই করুক না কেন নির্বাচনে লড়াইয়ের মাঠ ছাড়ছি না। কারণ নির্বাচনকে তো জাতীয় ঐক্যফ্রসহ গণতন্ত্র রক্ষার একটি লড়াইয়ের অংশ হিসাবে নিয়েছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনী প্রচারণার মাঠে সব চক্রান্ত হুমকি ভেসে যাবে।

মাহমুদুর রহমান মান্না তার লিখিত বক্তব্যে দেশের সর্বশেষ নির্বাচনী পরিস্থিতি এবং নির্বাচনী এলাকা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন । সংবাদ সম্মেলনে বগুড়া বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহে আলমসহ মতিয়ুর রহমান, শহীদুল্লাহ কায়সার, কবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • মোহাম্মাদ আনিসুর রহমান ৪ ডিসেম্বর, ২০১৮, ৪:৩৭ পিএম says : 1
    right boss. bangladesh a akti santi nirbachon asa kori
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৪ ডিসেম্বর, ২০১৮, ৯:০৯ পিএম says : 0
    মান্না সাহেব, আপনার বহু হামকি ধামকি আমরা শুনেছি কিন্তু আপনি কিছুই করতে পারছেন না এটাই আমরা দেখছি। তবে পাকিস্তানীদের গুন গান গাইতে আপনি ওস্তাদ এটা আমরা বার বার দেখেছি। আপনি দেশের জন্যে একটা মহা বিপদ সংকেত, আপনাকে দেশবাসী প্রত্যাখ্যান করবে এটাই আমাদের বিশ্বাস। আপনার মত একজন পাকিস্তানী প্রেমী আমাদের দরকার নেই। নির্বাচনে ফেল মেরে আপানাদের পথ প্রদর্শক মেজর জলিলের মত পাকিস্তানে পড়ি জমালে খুশি হবো।
    Total Reply(0) Reply
  • Jahangir ৪ ডিসেম্বর, ২০১৮, ৯:৩৩ পিএম says : 1
    আমরা আছি আপনার সাথে
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৫ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৩ পিএম says : 0
    আমরা মান্না সাহেবের বড় বড় কথা শুনতে শুনতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি মনেই চায়না তার কথা শুনি বা এর উপর কিছু বলি। কিন্তু এদিকে আবার যদি তার কথা শুনে কিছু জবাব না দেয়া হয় তাহলে সাধারন মানুষ হয়ত ভাবতে পারেন এই পাকি দরদী লোকটা কতই না ভাল!!!! আমরা চাই যারা প্রকৃত রাজনৈতিক নেতা তারা যেন যা বলেন সেটাই করেন। যেমন ধরুন আমাদের এককালের ইত্তেফাকের মইনুল ইসলাম। ইনি ’৭১ সালে পাকিদের সাথে হাত মিলিয়ে তার দালান ও ব্যবসা রমরমা করে টাকার পাহাড় গড়ে তুলেছিলেন। দেশ স্বাধীন হবার পর ’৭২ সালে স্বাধীনতার পরপরই দেশের সরকারের বিরুদ্ধে বিভিন্ন কুকর্মে জড়িত হয়ে পাকিদের সহযোগিতা করছিলেন এবং বঙ্গবন্ধুর একসময়ের সাথী তোফাজ্জল মিয়ার ছেলে হবার কারনে তার বিরুদ্ধে নালিশ হবার পরও বঙ্গবন্ধু তার সাথীর কথা মনে করে এই বিষধর শাপকে ক্ষমা করেছিলেন। মইনুল লোকটা সবসময়ই পাকিদের দোসর হয়েই কাজ করে এসেছে এবং এখনও পাকিদের স্বার্থ রক্ষা করে চলছে এটাই তার আগাগোড়া পরিচয়। আমারা জানি মান্নাও পাকিদের দালাল ডঃ কামালের মত তবে ধরা ছোয়ার বাইরে কারন মান্না বার বার মুখশ পরিধান করে পাকিদের দাগ আড়াল করে রেখে একবার বামদের সাথে আবার আওয়ামী লীগের সাথে থেকে পাকিদেরই স্বার্থ রক্ষা করে আসছিল। এবার মান্না মুখোশ খুলে ময়দানে নেমেছে বিএনপি-জামাত কায়দায় তাদের সাহায্য ও সহযোগিতা নিয়ে। আল্লাহ্‌ তালার কাছে আমাদের প্রার্থনা তিনি যেন আমাদের দেশের রাজনীতি বিদদেরকে প্রকৃত রাজনীতিবিদ হবার যোগ্যতা দান করেন। সাথে সাথে রাজনীতির ময়দান থেকে ব্যাবসায়ি ও চাকর বাকর ও দাড়োয়ানদেরকে ছুড়ে ফেলে দেন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ