পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারা প্রার্থী দেবে ৩০০। এর মধ্যে ঐক্যফ্রন্ট আছে, সবাই তো বিএনপি না। তাহলে এখনও তাদের ৫৫৫ জন প্রার্থী টিকে আছে। কোথা থেকে এলো? আমরা তো শুনছি খবর গুঞ্জন ছড়িয়ে ডালপালা হচ্ছে- বিএনপি এবার মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা যারা প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন, অনেক প্রার্থী ওই নেতাদের বাড়িতে গিয়ে ধরনাও দিচ্ছেন। আমাদের কাছে খবর আছে- সেইসব বিএনপি নেতা এখন পালিয়ে বেড়াচ্ছেন।
কাদের বলেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে নানা ষড়যন্ত্র করছে বিএনপি। এজন্য তাবলিগ জামাতসহ অনেকের ওপর ভর করার চেষ্টা করছে।
‘আর নয়াপল্টন হচ্ছে মিথ্যাচারের ফ্যাক্টরি। সেখানে একজন আবাসিক নেতা রয়েছেন, যিনি সব সময়ই মিথ্যাচার করে বেড়াচ্ছেন,’ বিএনপি নেতা রিজভীর প্রতি ইঙ্গিত করে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।