Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মনোনয়ন বাতিল বিশ্ব মিডিয়ায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ১১:২৩ এএম, ৪ ডিসেম্বর, ২০১৮

দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত থাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার তিনটি আসনে দাখিল করা মনোনয়নপত্রই বাতিল হয়েছে। ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭ আসনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। তিনটি আসনের একটি থেকেও নির্বাচন করতে পারবেন না তিনি। এ ঘটনায় বিশ্ব জুড়েই আলোচিত হয়েছে। বেশ কয়েকটি আর্ন্তজাতিক সংবাদমাধ্যমে এ বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। রয়টার্স, আল জাজিরা, এপি, ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, ডেইলি মেইল, পিটিআই, বিবিসি, দ্য রিপাবলিক, ভয়েস অফ আমেরিকা, এনডিটিভি, চ্যানেল নিউজ এশিয়া, দ্য স্টেট পত্রিকার অনলাইন সংস্করণ সহ বিভিন্ন প্রভাবশালী ও জনপ্রিয় আর্ন্তজাতিক মিডিয়ায় এ খবর প্রকাশ করা হয়েছে।
বিবিসি বাংলা সংস্করনে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘সংসদ নির্বাচন: বিএনপি নেতা খালেদা জিয়ার মনোনয়ন বাতিল তিন আসনেই।’
বার্তা সংস্থা এপি’র শিরোনাম ছিল, ‘বাংলাদেশের বিরোধী দলের নেতা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শিরোনাম, ‘খালেদার প্রার্থী পদ খারিজ করে দিল বাংলাদেশের নির্বাচন কমিশন।’ ওয়াশিংটন পোস্ট শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশের বিরোধী দলের নেতা জিয়া নির্বাচনে অযোগ্য ঘোষণা।’ নিউইয়র্ক টাইমস লিখেছে, ‘বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কারণ, দু’টি দুর্নীতির মামলায় তিনি কারাদন্ড ভোগ করছেন।’ পিটিআই লিখেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কিন্তু দু’টি দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ায় নির্বাচন কমিশন রোববার তার প্রার্থিতা বাতিল করেছে। এর চারদিন আগে হাইকোর্ট রুল দেয়, কোন ব্যক্তিকে যদি দুই বছরের বেশি জেল দেয়া হয় তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না।
এতে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে খালেদা জিয়ার সুযোগ কার্যত শেষ হয়ে গেছে। তার স্বামী, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা নিয়ে দু’টি দুর্নীতির অভিযোগে বর্তমানে জেলে রয়েছেন ৭৩ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী।
নির্বাচনী আইন অনুযায়ী, একজন প্রার্থীকে যদি অযোগ্য ঘোষণা করা হয় তাহলে তিনি নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালে আপিল করতে পারেন। তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারেন অথবা কমিশনের সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারেন। খালেদা জিয়া ছাড়াও উচ্চ পর্যায়ের ১৫ জন প্রার্থীকেও বিভিন্ন অজুহাতে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট্রের দুর্নীতির মামলায় ঢাকার বিশেষ আদালত খালেদা জিয়াকে অভিযুক্ত করে জেল দেয়। তারপর ৮ই ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে রয়েছেন। ওই মামলায় তাকে ৫ বছরের জেল দেয়া হয়। ৩০শে অক্টোবর হাইকোর্ট ওই শাস্তিকে দ্বিগুন করে ১০ বছর করে। ২৯শে অক্টোবর একটি বিচারিক আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে অভিযুক্ত করে ৭ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা করে।
২০১৪ সালে নির্বাচন বর্জন করা বিএনপি এবার প্রসিদ্ধ আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে অংশ নিচ্ছে।
আল জাজিরা লিখেছে, এটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যদি কোন ব্যক্তি অভিযুক্ত হন এবং দুই বছর বা তারও বেশি শাস্তি হিসেবে তাকে জেল দেয়া হয় তাহলে তিনি বৈধ প্রার্থী হতে পারেন না। খালেদা জিয়া ৩ টি আসনে মনোনয়নপত্র জমা দিলেও তার প্রার্থিতা বাতিল করেছে কর্তৃপক্ষ। এমন ঘোষণাকে তার দল প্রত্যাখ্যান করেছে রোববার। তারা বিষয়টি নির্বাচন কমিশনে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে।
বার্তা সংস্থা এপির রিপোর্ট উদ্ধৃত করে লন্ডনের অনলাইন ডেইলি মেইল লিখেছে, মনোনয়নপত্র বাতিলের এমন সিদ্ধান্ত অশুভ উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। তার ভাষায়, মনোনয়নপত্র বাতিল হলো সরকারের নীলনকশার অংশ। এর মধ্য দিয়ে তারা খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হচ্ছে এবার নির্বাচন। তিনি টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরতে চান।
খালেদা জিয়ার বিরুদ্ধে রয়েছে আরো ৩০টি অভিযোগ। এর মধ্যে রয়েছে দুর্নীতি থেকে রাষ্ট্রদ্রোহিতা পর্যন্ত। তবে তার দল দাবি করে, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিরোধীদের এমন দাবি প্রত্যাখ্যান করেছে সরকার।



 

Show all comments
  • Saiful Islam ৪ ডিসেম্বর, ২০১৮, ১:৩৮ এএম says : 0
    দোয়া কর মা তোমার ছেলেদের উপর বিশ্বাস রাখ গনতন্ত্র ফিরে আসবে তোমাকে মুক্ত করবেই।
    Total Reply(0) Reply
  • Ali Husain ৪ ডিসেম্বর, ২০১৮, ১:৪৩ এএম says : 0
    গাদ্দাফি কখনো ভাবেননি,তার নির্মম পতন হবে, সাদ্দাম কখনো ভাবেননি, মাটির গর্ত থেকে ধরে এনে ফাঁসি দেয়া হবে,আজ যারা আনন্দে লাফালাফি করছেন তারা কি ভেবেছেন একবারও যে আগামীতে কি হতে পারে??কারন ভুলের উর্দ্ধে কোন মানুষ আছে কি? পিলখানা ৫৭সেনা হত্যা, শাপলাচত্বর গণহত্যা,, পরিকল্পিত ভাবে হলি আর্টিজনে হামলা চালিয়ে ৩৮হত্যা, বিশ্বজিৎ হত্যা, সাংবাদিক সাগর-রুনি হত্যা, ইলিয়াস গুম, নারায়ণগঞ্জ এর ৭ খুন, এসপি বাবুলের স্ত্রী হত্যা, অভিজিৎ হত্যা, নীল হত্যা, লগি বৈঠার তান্ডব, লাশের উপর বিকৃত নৃত্য, ৩২হাজার খুন, ১৯হাজার ধর্ষণ, ২৩শত গুম, ছাত্রলীগ নেতার ধর্ষনে সেঞ্চুরী উদযাপন, নাইকো দুর্নীতি ১৩৬৫০৫কোটি টাকা গায়েব , হলমার্ক এর ৪৫০০হাজার কোটি টাকা লুট, শেয়ারবাজার ১৫০০কোটি টাকা লুট, ডেসটিনির ৪১১৯কোটি টাকা ডাকাতি, বেসিক ব্যাংকের ৪৫০০কোটি টাকা ডাকাতি, বিসমিল্লাহ্‌ গ্রুপের ১১০০কোটি টাকা লুট, ফারমার্স ব্যাংকের ৪৮০০টাকা লুট, সোনালি ব্যাংকের দেউলিয়াত্ব, ইসলামী ব্যাংক এবং জনতা ব্যাংকের হাজার হাজার টাকা লুট, সরকারী ব্যাংকগুলোর বেহাল অবস্থা, ৭০ লাখ টাকাসহ ধরা পরা রেল মন্ত্রী সুরঞ্জিত, বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি ডলারের রিজার্ভ চুরি!! ১৩লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, শিক্ষামন্ত্রীর সহনীয় পর্যায়ে ঘুষ খেতে পারার বৈধতা দেওয়া, এমন আরও কত শত নজির আছে এই সরকারের আমলে!!এসবের যেকোনটা কি আগামীতে আদালতের ফাঁশির রশি হয়ে ভয়ংকর কোন অঘটন ঘটানোর জন্য যথেষ্ট নয়?হতেওতো পারে!!!তাই নয় কি????? তাই ক্ষমতার দম্ভে লাফালাফি না করে অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দুঃশাসকদের ভবিষ্যত পরিনতি নিয়ে ভাবা প্রয়োজন?
    Total Reply(0) Reply
  • বাঙালী বিদ্রোহী ৪ ডিসেম্বর, ২০১৮, ১:৪৩ এএম says : 0
    দেশনেত্রী কে নির্বাচন থেকে দূরে রাখার যত প্রকার ষড়যন্ত্র আছে সবই করছে আ'লীগ।
    Total Reply(0) Reply
  • রাজন চৌধুরী ৪ ডিসেম্বর, ২০১৮, ১:৪৩ এএম says : 0
    জনতার মা খালেদা জিয়ার মুক্তি চাই। খালেদা জিয়া জনতার মা সাজানো মামলায় বন্দী রাখা যাবে না। খালেদা জিয়া জনতার মা শেখ হাসিনা কিছু না।
    Total Reply(0) Reply
  • এম আরিফুর রহমান ৪ ডিসেম্বর, ২০১৮, ১:৪৪ এএম says : 0
    সরকারের প্লান বাস্তবায়নে তৎপর বর্তমান কমিশন।
    Total Reply(0) Reply
  • Muntaha Afroz ৪ ডিসেম্বর, ২০১৮, ১:৪৬ এএম says : 0
    হাসিনা এটা করবে জানতাম,, তবে বেচে থাকতে এই আইনের অজুহাতে হাসিনার কি হয় সেটাই দেখবার অপেক্ষা,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ