Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটাধিকার এখন চ্যালেঞ্জের মুখে

আলোচনা সভায় বদিউল আলম মজুমদার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম | আপডেট : ১১:৪৮ এএম, ৪ ডিসেম্বর, ২০১৮

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ভোটাধিকার এখন চ্যালেঞ্জের মুখে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সাধারণ জনগণকে আরও সচেতন হতে হবে। জনগণ যত বেশি সচেতন হবে সুশাসন তত বেশি প্রতিফলিত হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও সচেতন হওয়া দরকার। কারণ বর্তমানে দেশে সুশাসনের খুবই অভাব। নির্বাচনও এখন প্রশ্নের মুখে। গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাগর-রুনি মিলনায়তনে ‘দেশে সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেয়া, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, মানবাধিকার নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য হ্রাসকরণ ও যানজট নিরসন করা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমরা সাধারণ জনগণের ব্যানারে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। নির্বাচনে সাধারণ মানুষের ভ‚মিকা অনেক গুরুত্বপূণ। বর্তমান অবস্থা বিবেচনা করলে ভোটাধিকার এখন চ্যালেঞ্জের মুখে। তাই সকলকে সচেতন থাকতে হবে। মাঠ পযায়ে নজরদারিত্বের প্রয়োজন। এজন্য মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে হবে।
দেশে সুশাসনের ঘাটতি দেখা দিয়েছে, সাধারণ জনগনগে সচেতন হতে হবে এমন মন্তব্য করে বদিউল আলম মজুমদার আরও বলেন, নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন যদি না হয় তবে ভয়াবহ পরিণতি হতে পারে। আমরা চাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। যেখানে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। ভোটের অধিকার রক্ষা হলেই দুর্নীতি ও সন্ত্রাসসহ সব অপরাধ বন্ধ হতে বাধ্য হবে।
ফিরোজা বেগমের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র কার্যনির্বাহী সদস্য ডিএম আমিরুল ইসলাম অমরেরর পরিচালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি’র চেয়ারম্যান মোহাম্মদ ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর), এনসিবি’র প্রেসিডিয়াম সদস্য মাহফুজা আক্তার বীনা প্রমুুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ