পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে স্বতন্ত্র প্রার্থী দিয়েছে বিএনপির নেতৃত্বাধীনতা ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি কারাবন্দি শাহজাহান চৌধুরী এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ এ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
দাবি অনুযায়ী জামায়াতে ইসলামীকে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনটি ছেড়ে দেয়ার পরও বিএনপির কেন্দ্রীয় নেতার আসনে জামায়াতের বাগড়া দেয়ার ঘটনাকে বাকাচোখে দেখছেন অনেকে। তবে জামায়াতের একটি সূত্র জানায়, দেশের দ্বিতীয় বৃহত্তম এ মহানগরীতে নির্বাচনী প্রচারের সুযোগে দলের কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতেই শাহজাহান চৌধুরীকে প্রার্থী করা হয়। প্রার্থীতা প্রত্যাহারের সময়সীমার মধ্যে তিনি সরে দাঁড়াতে পারেন।
তবে অপর একটি সূত্র সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মতো এ আসনেও জামায়াত প্রার্থী শেষ পর্যন্ত স্বতন্ত্র হিসেবে থাকতে পারেন বলে আভাস দিয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হন জামায়াতের উপজেলা চেয়ারম্যান জহুরুল আলম। তার মনোনয়ন বাতিল হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।