পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মনোনয়ন বাতিলের ভিড়ে ব্যতিক্রম ঢাকা-১২ আসন। এ আসনের আলোচিত প্রার্থী আওয়ামী লীগের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার সকালে ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা-১২ আসনে দাখিল করা ৮ প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, আওয়ামী লীগের আসাদুজ্জামান খাঁন কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শওকাত আলী হাওলাদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জোনায়েদ সাকি, বিএনপির সাইফুল ইসলাম নীরব ও আনোরুজ্জামান, জেএসডির মুজিবুর রহমান, এনপিপি’র শাহিন খান এবং জাপার প্রার্থী এম নাসিরুদ্দিন সরকার।
একইভাবে ঢাকা-১৩ আসনেও সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এখানে মোট ১২ জন মনোনয়ন দাখিল করেছিলেন।
তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে মোহাম্মদ মুরাদ হোসেন, সিপিবির খান আহসান হাবিব, আওয়ামী লীগের সাদেক খান, বিএনপির আতাউর রহমান ঢালি, আব্দুস সালাম ও আতিকুল ইসলাম মতিন, জাপার শফিকুল ইসলাম, এনপিপির দুলাল কান্তি, বিকল্পধারার মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আব্দুল হাকিম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের কামরুল আহসান এবং পিডিপির ইঞ্জিনিয়ার মোহাম্মদ জিয়াদুল করিম টিপু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।