Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

এবারের নির্বাচন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই: ১৪ দল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ৫:৩২ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই মন্তব্য করেন।
নাসিম বলেন, ‘ডিসেম্বর মাসে বাঙালির বিজয় ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না। এবার জাতীয় নির্বাচনও ডিসেম্বরের ৩০ তারিখ। আমাদের এই লড়াই হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, এই লড়াই হচ্ছে কিছু নীতিহীন-আদর্শহীন ব্যক্তির বিরুদ্ধে। বিশ্বাস করি, বাঙালি জাতি অপশক্তির বিরুদ্ধে আবারও বিজয় অর্জন করবে।’
স্বাধীনতাবিরোধী শক্তিকে মানুষ রাজনীতিতে দেখতে চায় না দাবি করে নাসিম বলেন, ‘নির্বাচনের পর মানুষ দেখতে চায়, স্বাধীনতার পক্ষের শক্তি ছাড়া কোনও রাজনৈতিক শক্তি বাংলাদেশে থাকবে না। এই লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। শেখ হাসিনা যেই আলো ছড়িয়েছেন, যেভাবে জঙ্গিবাদ দমন করেছেন, বাংলাদেশের মানুষ তাকে বিজয়ী করার জন্য উন্মুখ হয়ে আছেন। নৌকাকে বিজয়ী করার জন্য বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি মো. সামাদ, প্রক্টর গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কামাল, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ড. জামাল উদ্দীন চৌধুরী প্রমুখ।



 

Show all comments
  • মোঃ জাহাঙ্গীর আলম ৩০ নভেম্বর, ২০১৮, ১১:২০ পিএম says : 0
    সাম্প্রদায়িক বলতে নাসিম সাহেব কি বুঝাতে চেয়েছেন, সাম্প্রাদায়িক শব্দটা আওয়ামীলীগ ধর্মের বিরেুাদ্ধে একটি প্রতিশব্দ ব্যবহার করে চলছে, যখনই নির্বাচন আসে তখনেই নাসিম সাহেবদের মতো কিছু সিজনাল ধর্মব্যবসায়ীরা আর্ন্তজাতিক শক্তীর ফোকাস নেওয়া জন্য ইসলাম কে খাটো করে দেখার জন্য সাম্প্রদায়িক শব্দটা ব্যবহার করছেন। যতি তাই হয়ে থাকে তাহলে হেফাজত ইসলাম কি সাম্প্রদায়িক (ইসলাম ভিত্তিক) শুক্তি নয়।যাদের পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, এস,এস,সি (দাখিল) এইচ,এস,সি( আলেম) ডিগ্রী (ফাজেল) সার্টিফিকেট না থাকা সত্বেও মার্ষ্টাস সমমানের সনদ দিয়েছে শুধু রাজনৈতিক কারনে, তখন সাম্প্রদায়িক কথাটা মনে ছিল না। নোংরা রাজনীতিতে আওয়ামীলীগ শ্রেষ্ঠ গেমলার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ