Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যারিস্টার আশরাফুল হাদী ম্যারিকো বাংলাদেশের স্বাধীন পরিচালক নিযুক্ত

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ব্যারিস্টার আশরাফুল হাদীকে আগামী ৩ বছরের জন্য স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে, যা গত ২৫ এপ্রিল ২০১৬ থেকে কার্যকর হয়েছে। তিনি বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাত সদস্যের পরিচালনা পরিষদের তিনজন স্বতন্ত্র পরিচালকের একজন।
ব্যারিস্টার আশরাফুল হাদী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং দেশের একটি অন্যতম বৃহৎ ল’ ফার্ম ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের একজন পার্টনার। দেশে-বিদেশে আইন পেশায় তার ১৫ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন স্থানীয় ও বহুজাতিক টেলিযোগাযোগ, অ্যাডমিরালিটি, অবকাঠামো, আইটি (তথ্যপ্রযুক্তি) ও ব্যাংকিং প্রতিষ্ঠানকে আইনগত পরামর্শ ও সেবা দিয়েছেন। এছাড়া তিনি শেয়ারবাজার, বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি এবং ট্যাক্সেশন বা আয়কর বিষয়েও বিভিন্ন প্রতিষ্ঠানকে আইনি পরামর্শ দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যারিস্টার আশরাফুল হাদী ম্যারিকো বাংলাদেশের স্বাধীন পরিচালক নিযুক্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ