পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
এক্সিম ব্যাংকের রাজশাহী অঞ্চলের শাখাসমূহের নিয়ে দিনব্যাপী ত্রৈমাসিক ব্যবসা উন্নয়ন সম্মেলন গত ৩০ এপ্রিল বগুড়ার হোটেল নাজ-এ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মান্নান এমপি। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ-এম. সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, মো. মুক্তার হোসেন এবং শাহ্ মো. আব্দুল বারী। সম্মেলনে এক্সিম ব্যাংকের রাজশাহী অঞ্চলের অন্তর্ভুক্ত শাখাসমূহের ব্যবস্থাপকগণসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও আঞ্চলিক প্রধান অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান এমপি শাখা ব্যবস্থাপকদের বিনিয়োগের সম্ভাবনার খাতগুলোকে খুঁজে বের করার পরামর্শ দেন এবং কৃষিপ্রধান উত্তরবঙ্গে কৃষি, ক্ষুদ্র ও মাঝারী শিল্পে বিনিয়োগ করার কথা বলেন। সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া অত্র অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের ব্যাংকিং বিষয়ে অধিক পড়াশোনার প্রতি বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন। এছাড়াও মানি লন্ডারিং প্রতিরোধ এবং এটিএম বুথ পরিচালনায় সজাগ দৃষ্টি রাখার জন্যও শাখা ব্যবস্থাপকদের বিশেষভাবে গুরুত্ব দেয়ার কথা বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।