Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হয়েছে শেষ দিনে মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৮, ১০:৪০ এএম

দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা সারাদেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন। ঢাকার আসনগুলোর প্রার্থীরা বুধবার সকাল ৯টার পর থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসতে শুরু করেন।

সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের দপ্তরে ঢাকা সিটি করপোরেশন এলাকার ১৫টি সংসদীয় আসনের প্রার্থীরা এখানে মনোনয়নপত্র জমা দেবেন। তবে ঢাকা বিভাগের ২০টি আসনের মধ্যে অন্য জেলার কেউ চাইলে এখানে জমা দিতে পারবেন।

তফসিল ঘোষণার পর দিন থেকে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া শুরু হয়। তফসিল ঘোষণা হয় ৮ নভেম্বর। ওই সময় থেকে এখন পর্যন্ত ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার সকাল ৯টায় প্রথম মনোনয়নপত্র জমা দেন ঢাকা-৪ আসনের জন্য যুক্তফ্রন্টের প্রার্থী বিএলডিপির যুগ্ম মহাসচিব মো. কবির হোসেন।

এরপর সকাল ৯টা ২০ মিনিটে মনোনয়নপত্র জমা দেন ঢাকা-১০ আসনের জন্য ন্যাশনাল পিপলস পার্টির শামসুল আলম মিশুক।

সকাল ৯টা থেকে শুরু হওয়া মনোনয়নপত্র জমা নেওয়া হবে বিকেল ৫টা পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ