Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি দমনে বিশ্বে রোল মডেল বাংলাদেশ আইজিপি

প্রকাশের সময় : ৪ মে, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৪১ পিএম, ৩ মে, ২০১৬

স্টাফ রিপোর্টার : জঙ্গি দমনে বাংলাদেশ সারা বিশ্বে রোল মডেল হতে পারে। দেশে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৩৭টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৪টি ঘটনারই কারণ উদঘাটনে সক্ষম হয়েছে পুলিশ। বাকি ৩টি তদন্তাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক একথা বলেন। গত ২৫ এপ্রিল ঢাকার কলাবাগানে জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় জোড়া হত্যাকা-ের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। আইজিপি বলেন, তাদের খুনের কৌশল দেখে পুলিশ মনে করছে, ঘটনাটি আনসারুল্লাহ বাংলা টিম ঘটিয়েছে। কারণ, অতীতে খুনের পর যেভাবে সাইট ইন্টেলিজেন্সে দায় স্বীকার করে বার্তা এসেছে, আর কর্মকৌশল দেখেই মনে হচ্ছে এই জোড়া খুন আনসারুল্লাহ বাংলা টিম ঘটিয়েছে। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে ব্লগার অভিজিৎ রায় হত্যার পর প্রথমে আনসার বাংলা সেভেন এবং পরে একিউআইএসের দায় স্বীকারের বার্তা আসার পর আল-কায়েদার সঙ্গে আনসারুল্লাহর সংশ্লিষ্টতার সন্দেহের কথা জানিয়েছিলেন গোয়েন্দারা।
জঙ্গি হামলার ঘটনা ঘটলে অনেকে বলে থাকেন সরকার, প্রশাসন, পুলিশ ব্যবস্থা নেয় না। তারা পুলিশের কোনো অর্জন দেখে না। শুধু ব্যর্থতা দেখে। বাংলাদেশ জঙ্গি দমনে সারা বিশ্বের কাছে রোল মডেল দাবি করে আইজিপি বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত জঙ্গি হামলার পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, ২০১৩ সালে বাংলাদেশে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে দুটি, ২০১৫ সালে ২৬টি এবং এ বছরের প্রথম চার মাসে নয়টি। ৩৭টি ঘটনার মধ্যে জেএমবি ঘটিয়েছে ২৫টি, আনসারুল্লাহ বাংলা টিম ঘটিয়েছে ৮টি আর অপর সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী দ্বারা বাকি চারটি ঘটনা ঘটিয়েছে। মোট ৩৭টি মামলায় একটির বিচার শেষ হয়েছে। পুলিশ অভিযোগপত্র দিয়েছে ছয়টি ঘটনার। এসব ঘটনায় গ্রেফতার হয়েছে ১৪৪ জন। কোনো ভুল লোককে ধরা হয়নি। তদন্ত করে সঠিক অপরাধীকে ধরা হয়। যাদের মধ্যে ৪৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি আরো বলেন, পুলিশ তৎপর আছে বলে সেভাবে জঙ্গিরা ঘটনা ঘটাতে পারছে না।
সম্প্রতি টাঙ্গাইলের গোপালপুরে দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা- জেএমবি’র কাজ বলে দাবি করেন তিনি। কিছু কিছু ঘটনায় জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। জঙ্গিদের কাছ থেকে এ পর্যন্ত ১৫টি পিস্তল, একটি এসএমজি, একটি একে ২২ রাইফেল, ৪৬১টি গুলি, ৯১টি গ্রেনেড, ১৬টি বোমা, ১৬টি চাপাতি এবং ল্যাপটপ ও মোটরসাইকেল উদ্ধারের কথা জানান তিনি।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বিশ্বের সিরিয়া, ইরাক, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে এ ঘটনাগুলো ঘটছে। এসব দেখে দেশীয় জঙ্গিরা উদ্বুদ্ধ হচ্ছে। তবে এদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর কোনো যোগাযোগ নেই। গ্রেফতারকৃতরা এসব তথ্য পুলিশকে নিশ্চিত করেছে। তিনি বলেন, অভিজিৎ রায় খুনের ঘটনায় ভিডিও ফুটেজ যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, তারা ফুটেজ দেখে বেশ কিছু ছবি তৈরি করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুনের মামলার রহস্য উদঘাটন হয়েছে দাবি করা হলেও আইজিপি বলেন, তাকে যারা খুন করেছে, তাদের গ্রেপ্তার করা হলেই বিস্তারিত জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি দমনে বিশ্বে রোল মডেল বাংলাদেশ আইজিপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ