Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ইইউ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ৩:৪৪ পিএম
একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুইজন বিশেষজ্ঞ আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। তারা দু’জন এখন থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বৃহৎ আকারে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে না। তবে এ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে তারা এই দু’জন বিশেষজ্ঞ পাঠাচ্ছেন। তারা হলেন- ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইরিনা মারিয়া গৌনারি। দুই বিশেষজ্ঞ এখন থেকে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সবশেষে তারা এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন।
এদিকে গত ২৪-২৬ নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেছেন তারা। ঢাকায় সফর শেষে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দলের নেতা রূপার্ট ম্যাথ্যুস জানিয়েছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক নিরপেক্ষ হবে বলে আমরা প্রত্যাশা করছি। সে কারণে ইইউ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। যেখানে নির্বাচনে সহিংসতা, কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার আশঙ্কা থাকে, সেখানেই ইইউ নির্বাচন পর্যবেক্ষক পাঠিয়ে থাকে।


 

Show all comments
  • Nannu chowhan ২৭ নভেম্বর, ২০১৮, ৪:১৯ পিএম says : 0
    Well come to Bangladesh.This time if they observe election is showing the people & every goverment institution is favoring the adminstrative party in vote rigging & vaiolances.EU is going stop all business oportunity infavour of Bangladesh.And if they do so our country will drag to a great economical crisis & many business eastablishment will be close...
    Total Reply(0) Reply
  • রিপন ২৭ নভেম্বর, ২০১৮, ৮:৪৪ পিএম says : 0
    মূর্তির গণতন্ত্র ও মূর্তির স্বাধীনতার জগতে স্বাগতম হে ক্ষণিকের অতিথি। ফের পিঠটান দিও না যেন! ভয় কী? মূর্তি অভিধাটি পর্যবেক্ষকের বেলায় হলেও, বিশেষভাবে অজ্ঞদের বেলায় তো আর প্রযোজ্য নয়! এক-আধটু ট্যাঁ ফো আইনতঃ করতে পারবে বৈকি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ