Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ময়মনসিংহ-২ আসনে বিএনপির দলীয় মনোনয়নের চিঠি পেলেন ৩ জন

ফুলপুর(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ৩:৪০ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর -তারাকান্দা) আসনে বিএনপি'র দলীয় মনোনয়নের চিঠি পেলেন ৩ জন। মনোনয়নের চিঠি প্রাপ্ত ৩ জন হলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফুলপুর উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ ও নাগরিক ঐক্য ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এড. নজরুল ইসলাম।
বিএনপি'র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি আজ মঙ্গলবার দুপুরে ৩ জনের হাতে দেয়া হয়েছে।
ময়মনসিংহ-২ (ফুলপুর -তারাকান্দা) আসনে বিএনপি'র দলীয় মনোনয়নের জন্য ফরম কিনেছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার, জেলা উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ফুলপুর উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি মুক্তিযোদ্ধা আবুল বাসার আকন্দ, ফুলপুর উপজেলা বিএপির সাবেক সভাপিত অ্যাড. সৈয়দ এনায়েত উর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সুজাউদ্দৌলা সুজা, যুবদল নেতা শহিদুল ইসলাম, তারাকান্দা বিএন‌পি নেতা মাসুদ রানা খান।
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি কৌশলী হয়ে বিকল্প প্রার্থী রেখে ঐক্যফ্রন্টের ১ জনসহ ৩ জনকে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ