Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধানের শীষ পেলেন বেবী নাজনীন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১১:০৮ এএম
ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালিকায় যৌথভাবে বেবী নাজনীন, সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকারের নাম রাখা হয়েছে।
 
সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বিএনপি প্রার্থীদের নাম প্রকাশ করা হয় এবং মনোনীতদের চিঠি দেয়া হয়।
 
এ আসনে আওয়ামী লীগ এখনো মনোনয়ন চূড়ান্ত করেনি। আসনটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট শরীকদের মধ্যে ভাগাভাগি হওয়ার সম্ভবনা রয়েছে।
 
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনটিতে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র মোটর শ্রমিক নেতা ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিনসহ ইঞ্জিনিয়ার মো. সিকেন্দার আলী, আমিনুল ইসলাম সরকার অন্যতম।
 
এছাড়া এ আসনে জাতীয় পার্টি থেকে বর্তমান সংসদ সদস্য শওকত চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের ভাগিনা আহসান আদেলুর রহমান আদেলসহ কয়েকজন মনোনয়নের চেষ্টা করছেন। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ