Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আয়কর রিটার্ন দাখিলের সুযোগ ২ ডিসেম্বর পর্যন্ত

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আগামী ২ ডিসেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সুযোগ থাকছে। ডিজিটাল এবং অ্যানালগ পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সপ্তাহব্যাপী নবম আয়কর মেলা অনুষ্ঠিত হয়। মেলা শেষ হলেও রিটার্ন জমা দেয়ার প্রক্রিয়া শেষ হয়নি। অনলাইনের মাধ্যমে ২৪ ঘন্টা রিটার্ন জমা দেয়া যাবে। এছাড়া সারাদেশের এনবিআরের অফিসগুলোতে মেলার মতো সেবা দেয়া হবে। ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেয়ার সময়সীমা বেধে দেয়া হলেও এবার অতিরিক্ত দু’দিন সময় দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নভেম্বরের শেষ দিন সরকারি ছুটি হওয়ায় করদাতারা বাড়তি এ সময় পাচ্ছেন।
এদিকে, এ বছর আয়কর সপ্তাহ পালন করছে না এনবিআর। এ মাসের শেষ দিন পর্যন্ত কর অঞ্চল ও সার্কেল অফিসগুলোতে আয়কর মেলার সব সুবিধা পাওয়া যাবে, জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। সারাদেশে ১৭৪টি স্থানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত আয়কর মেলায়ও যারা নানা ব্যস্ততায় মেলায় আসতে পারেনি বা রিটার্ন জমা দেননি তাদের জন্যই এ সুযোগ রাখা হয়েছে। তবে কর অফিসগুলোতে মেলার সব সুবিধা পাওয়া যাবে। আয়কর মেলায় যে পরিবেশে রিটার্ন দেয়া গেছে, সেবা পাওয়া গেছে, একই রকমের সুবিধা কর অঞ্চলগুলোতেও পাওয়া যাবে।
এদিকে আয়কর মেলায় সারাদেশে অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ৩ হাজার ৭৭০ জন করাদাতা। আর ই-পেমেন্টের মাধ্যমে ১ হাজার ১৬০ জন করদাতা ১ কোটি ৪৮ হাজার ৬৮৫ টাকা আয়কর প্রদান করেছেন। সারাদেশে আয়করের মাধ্যমে রাজস্ব এসেছে আড়াই হাজার কোটি টাকার মতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ