Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভিএম ব্যবহার হবে যে ছয়টি আসনে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ৫:৪৬ পিএম | আপডেট : ৫:৫৫ পিএম, ২৬ নভেম্বর, ২০১৮

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনের সবগুলো কেন্দ্রে ভোটগ্রহণে ব্যবহার করা হবে বহুল আলোচিত এই মেশিন।
আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সোমবার বিকেলে দৈবচয়নের মাধ্যমে ৪৮টি আসন থেকে ছয়টি আসন নির্ধারণ করা হয়।
যে ছয়টি আসনে ইভিএম ব্যবহার করা হবে সেগুলো হলো— ঢাকা উত্তর সিটি এলাকার আসন ঢাকা- ১৩, ঢাকা দক্ষিণ সিটির ঢাকা-৬, চট্টগ্রাম সিটির চট্টগ্রাম- ৯ আসনে।
অন্যান্য সিটি করপোরেশনের দুইটি আসনের মধ্যে রয়েছে রংপুর-৩ ও খুলনা-২ এবং সদর উপজেলা ও পৌর এলাকার আসন সাতক্ষীরা-২।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসময় ইভিএম ব্যবহারের সকল আইনী কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে এই ছয়টি আসনের সবগুলো কেন্দ্রে ভোটগ্রহণে ব্যবহার করা হবে ইভিএম মেশিন।

পরীক্ষামূলকভাবে এবার এ ছয়টি আসনে ইভিএম ব্যহার করা হচ্ছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ