পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ (রেববার) ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যে চিঠি বিতরণ করা হচ্ছে তা অনানুষ্ঠানিক। আগামীকাল (সোমবার) বিকেল সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা দেয়া হবে।
রোববার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজ (রোববার) ৩৩০ জনকে চিঠি দেয়া হয়েছে। যাদের চিঠি দেয়া হয়েছে তাদের কাছ থেকে মনোনয়ন প্রত্যাহার পত্রে স্বাক্ষরও নেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবার সঙ্গে আলাপ-আলোচনা করছি, শরিকদের মোট ৬৫ থেকে ৭০টি আসন ছেড়ে দেয়া হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের মনোনয়ন দেয়া হয়েছে প্রয়োজনে সেটার পরিবর্তনও হতে পারে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মনোনয়ন নিয়ে কারো কারো ক্ষোভ থাকতেই পারে। তবে মনোনয়ন না পেয়ে যদি সাংগঠনিক বহির্ভূত কোনো কাজ কেউ করেন, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে; প্রয়োজনে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কার করা হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ চরমপন্থীদের হাতে চলে যাবে, ২০০১ সালের চাইতেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে তারা।
নিজের একটির বেশি আসনে নির্বাচন করার যোগ্যতা নেই উল্লেখ করে কাদের বলেন, গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসন থেকে দলীয় প্রধান শেখ হাসিনা এবং স্পিকারের জন্য রংপুরের একটি আসন থেকে তিনি নিজে চিঠি সংগ্রহ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।