Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহ্উদ্দিন আহমেদ বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই ক্ষমতার মূল উৎস। ক্ষমতা নির্দিষ্ট সময়ের জন্য। ওই সময় অতিক্রান্ত হলে জনগণের কাছেই ফেরত যেতে হয়। নির্বাচনের মাধ্যমে জনগণই নির্ধারণ করে কারা ক্ষমতাসীন হবেন। তাই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য দেখতে চায় সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম। গতকাল শনিবার সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। শেখ সালাহ্উদ্দিন বলেন, আগামী জাতীয় নির্বাচনটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। যদি তা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য না হয় তাহলে দেশ গভীর সংকটে পড়বে। এজন্য নির্বাচন কমিশনকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু করার কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরো বলেন, সব রাজনৈতিক দলের অংশ গ্রহণের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন অপরিহার্য। নির্বাচনে সমতল ভূমি তৈরির দায়িত্ব তাদের। কোন দল হারল বা জিতল সেটি মুখ্য নয়। মুখ্য হলো গণতন্ত্রের জয়ের বিষয়টি। গণতন্ত্র জয়ী হলে বাকি সবকিছু এমনিতেই সুন্দর ও স্বচ্ছ হবে। প্রয়োজন নির্বাচনের সময় সেনাবাহিনী নামানো যেতে পারে। এ জন্য সবাই মিলে বসে আলোচনার মাধ্যমে বসে ঠিক করতে হবে। নির্বাচনের সময় কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।



 

Show all comments
  • Nannu chowhan ২৫ নভেম্বর, ২০১৮, ৮:১৫ এএম says : 0
    Mr.Salauddin thikoi bolesen,kintu"chora na shone dhormer kahini"EEC ebong polisher je shob onnai karjo kolap bortoman shotkarer pokkhe kora hochse ta dekhe mone hoy na je,kono grohon joggo nirbachon hobe...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ