Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোট-মহাজোট নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের সিরিজ বৈঠক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ২:৫৭ পিএম | আপডেট : ৩:০৫ পিএম, ২৪ নভেম্বর, ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জোট-মহাজোট নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সকাল ১০টা থেকে এ বৈঠক শুরু হয়।
 
প্রথমে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আকতার। এরপর বৈঠকে বসে রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি।
 
ওয়াকার্স পার্টির সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের জাতীয় পার্ঠির সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাপা নেতা মশিউর রহমান রাঙ্গা, মুজিবুল হক চুন্নু ও কাজী ফিরোজ রশীদ।
 
এরপর ঢাকা মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ওবায়দুল কাদের। বৈঠকে ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত কেন্দ্রীয় নেতারা, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।


 

Show all comments
  • আমজনতা ২৪ নভেম্বর, ২০১৮, ৪:৩৯ পিএম says : 0
    খেলার মাঠে ২দল যদি সমান সমান না হয় তবে সে খেলা জমেনা | ৫ই জানুয়ারী নির্বাচন জমে নাই | ১৫৩ আসনে ভোট লাগে নাই | ফাকা মাঠে গোল | এবার যখন বিএনপি উক্যফ্রন্ট নির্বাচনে আসছে তখন নির্বাচনী মাঠে খেলা গড়াবে| আমজনতা ভোট দিবে | জয় পড়াজয় আছে থাকবে | আমজনতার ভোটাধীকার ফিরিয়ে দিন | ১৫৩ আসনের মধ্যে একজন আমজনতা | উপজেলা ইউনিয়া নির্বাচনের মত যেন নাহয়| তা হলে আমজনতা অভিবাদন জানাবে ਀਀
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ