Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিকদের বাইরে রাখার সিদ্ধান্ত সঠিক হয়নি -সিইসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১:১৩ পিএম | আপডেট : ১:২১ পিএম, ২৪ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং অনুষ্ঠান থেকে গণমাধ্যম কর্মীদের বের করে দেয়ার সিদ্ধান্তটি সঠিক হয়নি বলে স্বীকার করে নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য শেষ করে নিজের দপ্তরের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করেন তিনি।

সিইসি বলেন, আজকের সিদ্ধান্ত সঠিক হয়নি। গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠানের প্রথম অংশজুড়ে থাকতে দিলে ভালো হতো। আগামীকালও একই ধরনের বৈঠক আছে। সেখানে গণমাধ্যম কর্মীদের থাকতে দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এ নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসারদের জেলা-উপজেলা ও নির্বাচনী এলাকাভিত্তিক দায়িত্ব প্রদান করে থাকি। রিটার্নিং অফিসাররা আবার সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে থাকেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে কর্মকর্তাদের সহযোগিতা করবেন। এসব বিষয়সহ আইনের বিভিন্ন বিধি-বিধান সম্পর্কে তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বিষয়ে সিইসি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড আছে। পুলিশ আমাদের কথা মান্য করছে। আমাদের কথার বাইরে বিনা কারণে পুলিশ কাউকে গ্রেফতার করে না, করছে না। আইন অনুযায়ী যেভাবে এগোনোর কথা সেভাবেই এগোচ্ছে। পুলিশ কমিশনের নিয়ন্ত্রণে আছে। পুলিশকে কমিশন নির্দেশনা দিয়েছে। তারা আমাদের কথা দিয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে।



 

Show all comments
  • আমজনতা ২৪ নভেম্বর, ২০১৮, ২:৩৪ পিএম says : 0
    ভূল স্বীকার করার জন্য ধন্যবাদ | নির্বাচনী মাঠ এখনো সমতল হয়নি | নিরপেখ্খ নির্বাচন উপহার দিতে সাংবিধানিক দ্বায়ীত্ব সঠিক ভালন করুন | আমজনতার চোখ কান খোলা | তাদের চোখে ধুলা দেওয়া সম্বব হবেনা| মোদ্দা কথা ৫ই জানুয়ারীর মত নির্বাচন আমজনতা মানবে না | দুনিয়ার মজদুএকহও| ভাতের অধিকার পেয়েছি | ভোটের অধিকার চাই|আর কোন দাবী নাই||| ਀਀আমজনতা਀਀
    Total Reply(0) Reply
  • নাম মোঃইছাহাক আলী প্রবাসি দুবাই ২৪ নভেম্বর, ২০১৮, ২:৫৪ পিএম says : 0
    বস আমি মনে করি সব সময় সাংবাদিকদের আপনার পাসে রাখা দরকার তবে জনগনের মনে কোন সংশয় থাকবেনা আর আপনি এমন একটি নির্বাচনের ফিলট তৈরি করুন যাতে সাধারন জনগন নির্ভয়ে তার পছন্দের প্রাথীকে ভোট দিতে পারে। তবে চিরদিন দেশের জনগন আপনাকে মনে রাখবে।আর যদি ব্যর্থ হন তাও মনে রাখবে।কিনতু মনে রাখার দিকটা হবে ভিনন।
    Total Reply(0) Reply
  • Shahin ২৪ নভেম্বর, ২০১৮, ৩:০৫ পিএম says : 0
    ভাতের অধিকার পেয়েছি | ভোটের অধিকার চাই|আর কোন দাবী নাই||| ਀਀আমজনতা਀਀
    Total Reply(0) Reply
  • Tanzizul islam badhan ২৪ নভেম্বর, ২০১৮, ৩:১৭ পিএম says : 0
    আমাদের আর কিছু ভাল লাগছেনা একটা শুস্ত ভাল নিরর্বাচন দেখতে চাই
    Total Reply(0) Reply
  • আলি হুসেন ২৪ নভেম্বর, ২০১৮, ৪:৪০ পিএম says : 0
    খুবই আ
    Total Reply(0) Reply
  • মো ; সোহেল হোসেন ২৪ নভেম্বর, ২০১৮, ৮:৪৩ পিএম says : 0
    স্যার, আপনাকে অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ। এটা কোনো বড় ভুল নয় তুবও আপনি ভুল স্বীকার করেছেন। আমার দেশের মানুষের ভুল করে ভুল স্বীকার করার মতো মানুসিকতা খুব কমই আছে। আপনি না বললেও পারতেন। আমি বিশ্বাস করি আপনি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন ও দিবেন। আপনার দীর্ঘ আয়ু কামনা করি।
    Total Reply(0) Reply
  • রুবেল ২৪ নভেম্বর, ২০১৮, ৯:০৭ পিএম says : 0
    স্যার,জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিন!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ