Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুক বন্ধ না করে পর্যবেক্ষণ করবে ইসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ৬:৫৫ পিএম | আপডেট : ১০:১৮ পিএম, ২৩ নভেম্বর, ২০১৮

নির্বাচন ইস্যুতে শোনা যাচ্ছিল ফেসবুক বন্ধ করতে পারে নির্বাচন কমিশন। মূলত গুজব প্রতিরোধের পরিকল্পনা থেকে দেশের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে দুশ্চিন্তা আছে অনেকেরই।
তবে নির্বাচন কমিশন এখন বলছে, ফেসবুক বন্ধ করে দেয়ার কথা তারা কখনই ভাবেননি। বরং এ মাধ্যমকে পর্যবেক্ষণে রেখে কি ভাবে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন করা যায় সে লক্ষ্যে কাজ চলছে।
২৬ নভেম্বর এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি, সব মোবাইল ফোন অপারেটর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে বৈঠক করবে কমিশন।
বুধবার সাংবাদিকদের নির্বাচন কমিশনের এ অবস্থানের কথা জানান সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ফেসবুক বন্ধ করার চিন্তা তারা করছেন না। ইতিমধ্যে ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে যেসব নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে, সেটি তারা নজরে রাখছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ