পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ঐক্যফ্রন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে ১৪ দল। ১৪ দলের অন্যতম শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়ার নেতৃত্বে বিকাল ৪টায় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ইসিতে যাবে। ১৪ দলীয় সূত্রে বিষয়টি জানা গেছে।
১৪ দলের প্রতিনিধি দলে থাকছেন, সাম্যবাদি দলের দিলিপ বড়–য়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ন্যাপের যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন এবং গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার।
জানতে চাইলে প্রতিনিধি দলের নেতা ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া বলেন, আগামীকাল (আজ) ৪টায় আমরা নির্বাচন কমিশনে গিয়ে ঐক্যফ্রন্টের বিভিন্ন মিথ্যা ও অমূলক অভিযোগ এবং অন্যান্য অপপ্রচারের প্রতিবাদ জানাবো।’ তবে তারা কোন কোন বিষয়ে প্রতিবাদ জানাবেন তা এখনও নির্ধারণ করেননি বলেও জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।