পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রির্পোটার : বন্দর থানাধীন লক্ষণখোলা মাদরাসা স্ট্যান্ড সংলগ্ন নূর কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার সকাল ৯টায় অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, কেউ যদি ইসলাম ধর্ম নিয়ে কোন ধরনের কটূক্তি করেন তাহলে তাদের বিরুদ্ধে প্রত্যেক মুসলমান ভাইদের নিয়ে প্রতিরোধে নামা হবে। তিনি বলেন, আমি যতদিন বেঁচে থাকব ততদিন ইসলামী দাওয়াতী শক্তি নিয়ে বেঁচে থাকব।
এতে বিশেষ অতিথি ছিলেন মুফতি বশির উল্লাহ, মাওলানা মনিরুল ইসলাম, কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান, মাওলানা ইউনুস, মাওলানা মাসুম বিল্লাহ, খন্দকার নাসিম রেজা, মুফতি জামাল উদ্দিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আক্তারুজ্জামান সাদেকী। পরিচালনা করেন জুনায়েদ বিন কাশেম ও মুফতি সিরাজুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে সকলে দোয়ায় অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।