Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণফোরামে যোগ দিলেন ১০ সাবেক সেনা কর্মকর্তা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ৬:২৭ পিএম | আপডেট : ৬:৩৩ পিএম, ১৯ নভেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেনের দল গণফোরামে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ১০ জন সাবেক সেনা কর্মকর্তা। সোমবার বিকেলে ড. কামাল হোসেনের চেম্বারে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা দলে যোগ দিয়েছেন। যারা যোগ দিয়েছেন তারা হলেন , লেফটেন্যান্ট কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলী, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শহিদুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আ ফ ম নুরুদ্দিন, মেজর (অব.) মাসুদুল হাসান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) বদরুল আলম সিদ্দিকী, স্কোয়াড্রন লিডার (অব.) ফোরকান আলম খান, স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ, স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ।
সুব্রত চৌধুরী সাবেক এই সেনা কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ৩০ ডিসেম্বর জাতির জন্য একটি চ্যালেঞ্জের দিন। সেই দিনে দেশে আমরা শুভ পরিবর্তনের লক্ষ্যে নির্বাচনে যাচ্ছি জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে। আজ যারা যোগদান করলেন, তাঁরা এ লড়াইয়ে অবতীর্ণ হবেন।
যোগদানকারী লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর বলেন, সেনাবহিনীর কর্মকর্তা আমরা যাঁরা বিভিন্ন ক্লাব কার্যক্রমে ছিলাম, তাঁরা ভাবলাম এই ক্রান্তিলগ্নে আমাদের দায়িত্ব পালন করা দরকার। তিনি আরও বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে দেশ উচ্চ আয়ের দেশে পরিণত হবে, দেশে নিখুঁত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ এগিয়ে যাবে। তিনি আশা করেন, বাংলাদেশকে একসঙ্গে তাঁরা এগিয়ে নিয়ে যেতে পারবেন।



 

Show all comments
  • মো ; সোহেল হোসেন ১৯ নভেম্বর, ২০১৮, ৯:৫৬ পিএম says : 0
    ড: কামাল হোসেন স্যার আমার এম.পি,মন্ত্রী কিছু ই চাই না ,আপনি আমাকে আপনার দলের একটা সদস্য করতে পারেন । আমি আপনার নীতি,দেশের মানুষের পাশে দাঁড়ানোর ও দেশের উন্নয়ন চান দেশ কে ভালোবাসেন এবং আপনি পারবেন দেশকে এগিয়ে নিতে যদি আল্লাহ আপনার সহায় হন। তাই আমি আপনার দলের একজন ছোট্ট সদস্য হত্যা চাই যদি আপনি দয়া করে আমাকে নেন। মো: সোহেল হোসেন আর্টিকেল রাইটার,ব্লগার,শিক্ষক।
    Total Reply(0) Reply
  • Mijanur Rahman ২০ নভেম্বর, ২০১৮, ২:০৮ এএম says : 0
    Doctor Kamal Hossain is the only leader in Bangladesh who doesn't believe in violence.
    Total Reply(0) Reply
  • Mojibur Rahman ২০ নভেম্বর, ২০১৮, ২:০৮ এএম says : 0
    দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য যোগদান কারী সকল সেনা অফিসারদের অভিনন্দন
    Total Reply(0) Reply
  • Said Said ২০ নভেম্বর, ২০১৮, ২:১৮ এএম says : 0
    আপনি সত্য কথা বলেছেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গনফোরাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ