Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের কাছে জঙ্গি তৎপরতার আগাম গোয়েন্দা তথ্য চেয়েছে বাংলাদেশ

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো জঙ্গি তৎপরতার আগাম গোয়েন্দা তথ্য থাকলে তা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়েছে। দেশে সন্ত্রাসী হামলা হওয়ার আগেই তা প্রতিরোধ করার দিকে আমরা জোর দিতে চাই। তিনি বলেন, এজন্য আগাম কোনো গোয়েন্দা তথ্য থাকলে তা সরকারকে জানানোর জন্য যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে। হামলার পরিকল্পনা আগে ভাগে জানতে প্রযুক্তি ও প্রশিক্ষণের জন্যও অনুরোধ করা হয়েছে। তারা (যুক্তরাষ্ট্র) সহযোগিতা দিতে চেয়েছে, আশা করি তা দেবে।
গতকাল বিবিসি বাংলাকে তিনি এ কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসিকে জানান, জঙ্গি তৎপরতা সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য পেতে ইতিমধ্যেই ভারত ও অস্ট্রেলিয়ার সাহায্য নিচ্ছে সরকার।
সরকার সব সময় দাবি করছে বাংলাদেশের সন্ত্রাসীদের সাথে বিদেশি জঙ্গি সংগঠনগুলোর কোনো সম্পর্ক নেই।
সরকারের অবস্থান যখন এটাই তখন বিদেশিরা কিভাবে আগাম তথ্য দিতে পারে? বিবিসির এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আবারো জোর দিয়ে বলেছেন, বাংলাদেশের সন্ত্রাসীরা ‘হোম গ্রোন’ অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরেই সৃষ্ট।
বাংলাদেশের জঙ্গি তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছে। ইসলামিক স্টেট বাংলাদেশে তৎপর বলে মার্কিনীদের বদ্ধমূল ধারণা।
সম্প্রতি ঢাকায় দু’জন সমকামী অধিকার কর্মী খুন হওয়ার পর বাংলাদেশে মার্কিন দূত খোলাখুলি বলেছেন, বাংলাদেশের একার পক্ষে জঙ্গি তৎপরতা মোকাবেলা সম্ভব নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের কাছে জঙ্গি তৎপরতার আগাম গোয়েন্দা তথ্য চেয়েছে বাংলাদেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ