Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক মন্ত্রিসভায় অনুমোদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ২:৩১ পিএম

জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক’ নীতিমালা-১৮ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। সোমবার ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয় ।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোঃ শফিউল আলম বলেন, প্রতিবছর ৫ ক্যাটাগরিতে ৫ ব্যক্তি অথবা সংস্থাকে দেয়া হবে এ পদক। এজন্য বৈঠকে ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা-২০১৮’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রতিবছর ২রা জানুয়ারি সমাজকল্যাণ দিবস পালন করা হবে। ওই দিনই এ পুরস্কার দেয়া হবে।


৫ ক্যাটাগরির মধ্যে রয়েছে :

১. বয়স্কা, বিধবাদের জন্য কাজ করা ব্যক্তি বা সংস্থা।

২. স্বামী নিগৃহীতা, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা ব্যক্তি বা সংস্থা।

৩. প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করা ব্যক্তি বা সংস্থা।

৪. সমাজের সুবিধাবঞ্চিত কয়েদিদের আইনগত সুবিধা দেয়া ব্যক্তি বা সংস্থা।

৫. সমাজের কোনো ব্যক্তি মানবকল্যাণ বা মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে কোনো কাজ করলে।

তিনি আরও জানান, পুরস্কার হিসেবে দেয়া হবে ১৮ ক্যারেটের ২৫ গ্রাম স্বর্ণ সম্বলিত ক্রেস্ট, একটি রেপ্লিকা স্মারক, ২ লাখ টাকা করে চেক এবং একটি সম্মাননা ক্রেস্ট। জেলা ও জাতীয় পর্যায় থেকে এ পুরস্কারের মনোনয়ন ও বাছাই করা হবে।

জনগণ ও সমাজসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ সারাদেশের মানুষের মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে এই পদক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদ বিভগে এ সংক্রান্ত একটি নীতিমালা অনুমোদনের জন্য পাঠায় সমাজকল্যাণ মন্ত্রণালয়।
প্রস্তাবে, জাতীয় পর্যায়ে এই পুরস্কার হবে ৫টি। তবে কোনো কোনো ক্ষেত্রে যোগ্যব্যক্তি বা প্রতিষ্ঠান না পাওয়া গেলে পদক সংখ্যা কমানো হতে পারে। সমাজকল্যাণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশেষ আগ্রহ ও স্বীকৃতিসহ মানবকল্যাণ ও উন্নয়নে নিবেদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দেয়া হবে। পদকের জন্য ২২ (বাইশ) ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, একটি রেপ্লিকা ও একটি সম্মাননা সনদসহ ব্যক্তি ও দপ্তর, সংস্থা/প্রতিষ্ঠান পর্যায়ে প্রতি পদকের জন্য দুই লাখ টাকা দেওয়া হবে। প্রতিবছর ২ জানুয়ারী সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় সমাজসেবা দিবসে এই পদক দেয়া হবে।

একবার পদক পাওয়া ব্যক্তি/প্রতিষ্ঠান পরবর্তী ১০ বছর একই বিষয়ে পুনরায় পদক পাবেন না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রীসহ ১৪ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটির প্রধান হবেন মন্ত্রিপরিষদের সর্বজ্যেষ্ঠ মন্ত্রী। এই কমিটি পুরস্কার পাওয়ার যোগ্য ব্যক্তি/প্রতিষ্ঠানের নামের তালিকার তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত মূল্যায়নের প্রতিবেদন অনুমোদনের জন্য মন্ত্রিসভা বৈঠকে পাঠাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাজকল্যাণ পদক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ