Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

এক কলাগাছে ৩৫ মোচা

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

জিএম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) থেকে
অবিশাস্য হলেও সত্য ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামে এক কলাগাছে ২৫টি মোচা (মঞ্জরি) বের হয়েছে। উত্তর-পশ্চিম জোড়দিয়া গ্রামের মকবুল সরদারের পুত্র কৃষক আঃ রহমান তার মৎস্য ঘেরের বাঁধে (বেড়ি) ৫টি কলাগাছ (ডয়রা) রোপণ করেন। যার মধ্যে একটি গাছে কয়েক দিন আগে থেকে মোচা বের হতে শুরু করে। প্রথমে একটি এবং পরবর্তীতে একে একে ৩৫টি মোচা বের হয়েছে। এতগুলো মোচা বের হওয়ার খবর পেয়ে এলাকার মানুষ এটি একনজর দেখতে সেখানে ভিড় জমাচ্ছে। চাষী আঃ রহমান কলাগাছটি স্বাভাবিকভাবে বেড়ে উঠতে প্রয়োজনীয় পরিচর্যা চলিয়ে যাচ্ছেন। সকল কাঁধিতে কলা টিকিয়ে রাখা না গেলেও অনেকগুলোতে যাতে কলা বড় করা যায় সে ব্যাপারে কৃষি বিভাগের সহযোগিতা কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক কলাগাছে ৩৫ মোচা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ