পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
রাজধানী ঢাকার উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ‘আব্দুল্লাহপুর’ শাখার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক মোহাম্মদ নওয়াজ উপস্থিত থেকে দক্ষিণ কেরানীগঞ্জের আনোয়ার হোসেন প্লাজায় এসবিএসি ব্যাংকের ৬৬তম শাখাটি উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে গতকাল রোববার শাখা চত্বরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, কোম্পানি সেক্রেটারি মো. মোকেদ্দেস আলীসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ধন্যবাদ জ্ঞাপন করেন- ব্যাংকের শাখার ব্যবস্থাপক সলিল কুমার দত্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।