Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজারে নতুন আদা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দেশে আদার মৌসুম শুরু হয়েছে। শীত শুরুর আগেই বাজারে আসতে শুরু করেছে নতুন মৌসুমে দেশে উৎপাদিত আদা। এ কারণে আমদানি করা আদার চাহিদা কমে গেছে। একই সঙ্গে আমদানি করা আদার দামেও দেখা দিয়েছে নিম্নমুখী প্রবণতা। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে আমদানি করা আদার দাম কেজিতে ২০ টাকা কমেছে। আগামী দিনগুলোয় দেশে উৎপাদিত নতুন মৌসুমের আদার সরবরাহ পুরোদমে শুরু হলে পণ্যটির দাম আরো কমে আসার জোরালো সম্ভাবনা দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও আমদানিকারকরা।
বাজারে মসলার পাইকারি আড়তগুলো ঘুরে চীন থেকে আমদানি করা প্রতি কেজি আদা মানভেদে ১০০-১০৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক সপ্তাহ আগেও পাইকারি বাজারে আমদানি করা এসব আদার দাম ছিল কেজিপ্রতি ১২০ টাকায়। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে আমদানি করা আদার দাম কেজিতে ২০ টাকা কমেছে।
পাইকারি বাজারে দেশে উৎপাদিত নতুন মৌসুমের প্রতি কেজি আদা মানভেদে ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমের শুরুতে পণ্যটি কেজিপ্রতি ৬৫-৭০ টাকায় বিক্রি হয়েছিল। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে পাইকারি বাজারে দেশে উৎপাদিত আদার দামও কেজিতে ৫ টাকা কমেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ