Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেঃ জেনারেল (অব) মাসুদ চৌধুরীর জাপায় যোগদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:৩৮ এএম

ওয়ান/ ইলেভেনের অন্যতম কুশিলব লেফটেনেন্ট জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এরশাদের জাতীয় পার্টিতে যোগদান করেছেন। যোগদানের পরই তাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক মাসুদ চৌধুরীকে গতকালই প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দেন। একই সাথে জেনারেল (অব) মাসুদ হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন। যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে। উল্লেখ মাসুদ উদ্দিন চৌধুরী ফেনি-৩ আসন থেকে এবার লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
এদিকে একাদশ নির্বাচনকে সামনে রেখে গতকাল পর্যন্ত ২ হাজার ৮শ ৬৫টি মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেঃ জেনারেল (অব) মাসুদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ