Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের মহাজোটে নির্বাচন করবে যুক্তফ্রন্ট সাংবাদিকদের মাহী বি চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

১৪ দলের সঙ্গে জোটগত নির্বাচন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। গতকাল দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
মাহী বি চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচনে আসছি এটা নিশ্চিত। জোটগত নির্বাচন অসম্ভব নয়, এটুকু বলবো। তবে আনুষ্ঠানিক আলোচনার আগে এর বেশি খুলে বলা যাবে না। আনুষ্ঠানিক আলোচনার বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি। খুব শিগগিরই যুক্তফ্রন্ট ও ১৪ দল আনুষ্ঠানিক আলোচনা শুরু করবো। এসব বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা যাতে শুরু হয়, তার প্রক্রিয়া আজকে থেকে শুরু।
আপনারা কিছুদিন বিএনপি ও ঐক্যফ্রন্টের সাথে ছিলেন। কোন একটা ঝামেলা হওয়ায় বের হয়ে এসেছেন। আপনারা আওয়ামী লীগ বিরোধীও ছিলেন- এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘বিকল্পধারা জন্মের পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেনি, বিএনপির বিরুদ্ধেও রাজনীতি করেনি। আমরা বাংলাদেশের পক্ষে রাজনীতি করেছি। বিএনপির সঙ্গে বসেছিলাম, আলোচনা করেছিলাম। আমরা মন থেকে আশা করেছিলাম জিয়াউর রহমানের দল হিসেবে তারা জামায়াতকে ছুড়ে ফেলে দিতে পারবে। তাদের সঙ্গে জামায়াতের যে আত্মার সম্পর্ক তৈরি হয়েছে, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারেনি, সেটা তাদের জন্য দুঃখজনক, বাংলাদেশের শর জন্যও দুঃখজনক।’
ওবায়দুল কাদেরের সাথে বৈঠক প্রসঙ্গে মাহী আরও বলেন, ‘আজকে আমরা একটা অনানুষ্ঠানিক আলোচনা করেছি। গত কয়েক দিন ধরে আমাদের দলের মহাসচিব মান্নান সাহেবের সঙ্গে ওবায়দুল কাদের সাহেবের বেশ কয়েকবার আলাপ হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে শক্তি ষড়যন্ত্র করছে, সেই সমস্ত বিরোধী শক্তির বিরুদ্ধে দেশপ্রেমিকরা একসঙ্গে হয়ে যাতে একটি সুন্দর নির্বাচন করা যায়, অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, বাংলাদেশের পক্ষের মানুষ যাতে বিজয় অর্জন করতে পারে, সার্বিক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ১৪ দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার ব্যাপারে আলাপ করেছি। আমরা আশা করছি কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। ১৪ দলে আসবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা ১৪ দলে আসছি না। আমরা মহাজোটের বিষয়ে আলোচনা করেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ