Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১:৪৪ পিএম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
 
সোমবার (১২ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে মনোনয়নপত্র বিক্রি শুরু করে বিএনপি
 
ফেনী ১ আসনে খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরে বগুড়া সদর ৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও বগুড়া ৭ থেকেও নির্বাচন করবেন খালেদা জিয়া। এ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
 
খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু করেন বিএনপি
 
মনোনয়নপত্র বিক্রির সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন।
 
বিএনপির মনোনয়নপত্র বিক্রি উপলক্ষ্যে সকাল থেকেই কাযালয়ে   করে নেতাকর্মীরা। বিএনপির কার্যালয় ঘিরে উৎসব মুখর পরিস্থিতি বিরাজ করছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ