Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেতাজি সংক্রান্ত আরও ২৫টি ফাইল প্রকাশ্যে আনল ভারত

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত আরও ২৫টি ফাইল প্রকাশ্যে আনল কেন্দ্র। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা আনুষ্ঠানিকভাবে এই ফাইলগুলো প্রকাশ করেন। গত মার্”েও ৫০টি ফাইল প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৯তম জন্মদিনে কেন্দ্রের হেফাজত থেকে ১০০টি ফাইল প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৭০ বছর পরেও নেতাজির অন্তর্ধান রহস্যেই রয়ে গেছে। অনেকের ধারণা, কেন্দ্রের হেফাজতে থাকা নেতাজি সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ্যে এলেই, সত্য সামনে আসবে। নেতাজির পরিবারের সদস্যরাও যে কারণে বারবারই নেতাজির গোপন ফাইল সামনে আনারা আর্জি জানান। গত বছর অক্টোবরে নেতাজির পরিবারের সঙ্গে সাক্ষাতের সময়ও মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি সরকার ধাপে ধাপে ফাইলগুলো প্রকাশ করবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেতাজি সংক্রান্ত আরও ২৫টি ফাইল প্রকাশ্যে আনল ভারত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ