Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএন‌পি নির্বাচ‌নে আস‌ছে, কোন স‌ন্দেহ নেই -ওবায়দুল কা‌দের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:১৭ পিএম
 
বিএন‌পি নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে এ ব্যাপা‌রে কোন স‌ন্দেহ নেই ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের। 
 
শ‌নিবার সকা‌লে রাজধানীর ধানম‌ণ্ডিস্থ আওয়ামী লীগ সভা‌নেত্রীর রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দ‌লের পক্ষ থে‌কে এক সংবাদ স‌ম্মেল‌নে এমন মন্তব্য ক‌রেন।
 
‌নির্বাচন‌কে সাম‌নে রে‌খে আওয়ামী শি‌বি‌রে উৎসব থাক‌লেও বিএন‌পি‌তে কোন উৎসব না থাকার বিষ‌য়ে প্র‌তি‌ক্রিয়া জান‌তে চাই‌লে কা‌দে‌র ব‌লেন, বি‌রোধী শি‌বি‌রে উৎসব কেন নেই তা জা‌নি না। ত‌বে তারা নির্বাচ‌নে অংশ নি‌চ্ছেন এ ব্যাপা‌রে স‌ন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী।
 
রাজশাহীর সমা‌বে‌শে ‌বিএন‌পির বক্তব্য প্রস‌ঙ্গে ওবায়দুল কা‌দের ব‌লেন, এটা নির্বাচনী আই‌নের সুস্পস্ট লঙ্ঘন। বক্তব্য গতকাল রাজশাহী‌তে দি‌য়ে‌ছে‌ সেই বক্তব্য তফ‌সিল ঘোষণার প‌রে কেউ দি‌তে পারে না। গ‌রম গরম ভাষণ আ‌ন্দোল‌নের কর্মসূ‌চি দেওয়া, নির্বাচ‌নের আইন এবং আচরণ বি‌ধির সুস্পস্ট লঙ্ঘন।
 
ই‌সির সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধভা‌বে নির্বাচন কর‌তে চাই‌লে তিন দি‌নের ম‌ধ্যে ই‌সি‌কে জানা‌নোর বিষয়‌টি দৃ‌ষ্টি আকর্ষণ কর‌লে তি‌নি ব‌লেন, মেরুকরণ সমীকরণ চল‌ছে। আমরা সময় চাই‌বো।
 
 
সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুব-উল আলম হা‌নিফ, জাহাঙ্গীর ক‌বির নানক, সাংগঠ‌নিক সম্পাদক এ‌কেএম এনামুল হক শামীম, খা‌লিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কা‌দের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ