Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র : মুক্তিযুদ্ধভিত্তিক ছবি আজ কোথায়?

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্বাধীনতার পর অতিক্রান্ত হয়ে গেল ৪৫টি বছর। চলচ্চিত্রশিল্প এই ৪৫ বছরে আমাদের কী দিয়েছে? হিসাব মিলাতে গিযে দেখি এই পর্যন্ত ঢাকায় যতগুলো ছবি নির্মিত হয়েছে সেগুলোতে স্বাধীনতা ছাপ নেই বললেই চলে। মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার প্রতিচ্ছবি বলতে বুঝি ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান, ৭ মার্সের বঙ্গবন্ধুর ভাষণ, ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা, এ দেশের কতিপয় দালালকে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর অগ্নিসংযোগ, হত্যা, লুটতরাজ ইত্যাদি। শুধু তাই নয়, এখনকার ছবিতে খুঁজে পাই না বাঙালি জীবনের বাস্তব চিত্রও। স্বাধীনতার পর পর কয়েকটি ছবিতে মুক্তিযুদ্ধের কথা তুলে ধরা হয়। এ প্রসঙ্গে বলা যায়, জয় বাংলা, বাঘা বাঙালি, ওরা ১১ জন, সংগ্রাম, অরুণোদয়ের অগ্নিসাক্ষী প্রভৃতি ছবির কথা। আমার জন্মভূমি (১৯৭২) ছবির প্রধান আকর্ষণ ছিল স্বাধীনতাযুদ্ধ। ১৯৭২-৭৪ সালের মধ্যে এরকম হাতেগোনা কয়েকটি ছবিতে মুক্তিযুদ্ধ ছিল প্রধান। আমাদের মুক্তিযুদ্ধে অনেক লোমহর্ষক ঘটনা ঘটে গেছে যা আজ আমরা প্রায় ভুলতে বসেছি, অথচ তা অনেকের স্মৃতিতে অমলিন। ইচ্ছে করলে এই সব বিষয়কে উপজীব্য করে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি নির্মাণ করা যেতে পারে। আর সেই ছবিতে থাকতে হবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ/মুজিবনগরে বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠান, জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান, টিক্কাখান, ইয়াহিয়া খানসহ এদেশের কুখ্যাত দালাল তথা স্বাধীনতাবিরোধীদের চরিত্র। আর তবেই তো হবে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা-১২১৬।


পেনশনাররা অবহেলিত কেন?
গত ৭ মার্চ দৈনিক ইত্তেফাকের চিঠিপত্র কলামে প্রকাশিত ‘অবসরপ্রাপ্তদের কথা একটু ভাবুন’ শিরোনামের চিঠিটির প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। যারা এখন চাকরি করছেন তাদের বেতন ১০০%-এর বেশি বাড়ানো হয়েছে। অথচ বয়োজ্যেষ্ঠ অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশনভাতা বেড়েছে ৪০% ও ৫০%। তাদের বার্ষিক পেনশন বৃদ্ধিরও কোনো ব্যবস্থা রাখা হয়নি। ভবিষ্যতে যে কমিশন গঠিত না হলে ও সীমিত পেনশন দিয়ে কীভাবে সংসার চালাবে তা ভেবে আমরা উদ্বিগ্ন। উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারতে অবসরপ্রাপ্তদের জন্য নতুন গ্রেড স্কেলে পেনশন পুনঃনির্ধারণ করে বার্ষিক ৫% বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। তাই আমরা যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রয়েছি তাদেরকেও অনুরূপভাবে পেনশনভাতা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
পান্না সরদার
নলছিটি, ঝালকাঠি।


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য আর কত অপেক্ষা
বাংলাদেশে এই প্রথম টানা দীর্ঘ ৮ বছর কোনো কারণ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণ স্থগিত রয়েছে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। যদি মাঠে/রাস্তায় আন্দোলন করে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে এর চেয়ে লজ্জাজনক আর কিছুই নেই। এমনও বেসরকারি স্কুল-কলেজ আছে যেগুলো আজ থেকে ১৫/১৬ বছর আগে প্রতিষ্ঠিত। অথচ সরকারি অনুদান তথা এমপিওভুক্তিকরণ এখনো হয়নি। সুতরাং অধিকার প্রতিষ্ঠায় সেগুলোর এমপিওভুক্তিকরণ অত্যন্ত জরুরি। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
তুহিন আখতার
গ্রাম: গড়ফতেপুর, ডাকঘর: সোনাতলা
জেলা: বগুড়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিঠিপত্র : মুক্তিযুদ্ধভিত্তিক ছবি আজ কোথায়?
আরও পড়ুন