উন্নয়নশীল দেশসমূহের তুলনায় রাজস্ব আদায়ে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। বৃহস্পতিবার গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির অনুঘটক : সংগ্রহ ও ব্যবহারের প্রতিবন্ধকতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রকাশিত সংস্থাটির গবেষণায় এই তথ্য তুলে ধরা হয়।
গবেষণায় বলা হয়, ২০১০ সালে মোট করদাতার মাত্র ২৭ দশমিক ৩ শতাংশ আয়কর দিয়েছে। প্রকৃত করদাতার সংখ্যা দ্বিগুণ করলে আয়কর-জিডিপির অনুপাত এক দশমিক পাঁচ শতাংশ হত। সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, রিসার্চ এসোসিয়েট মুনতাসির কামাল ও প্রাক্তন ভিজিটিং রিসার্চ অ্যাসোসিয়েট ফাইয়াজ তালুকদার এই গবেষণা কার্যক্রমটি পরিচালনা করেছেন।
গবেষনায় ২০১৮ সালের এক জরিপে দেখা যায়, ৩২ শতাংশ সামর্থ্যবান ব্যক্তি ২০১৭ সালে আয়কর দিয়েছে। আর উচ্চ আয়ের ২৫ শতাংশের এক তৃতীয়াংশ আয়কর প্রদান করেনি। ৭৫ শতাংশ ব্যক্তির ধারণা কর ব্যবস্থা ধনীদের পক্ষপাতদুষ্ট।