পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণাকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালেই জেলায় জেলায় নির্বাচনী উপকরণ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রতিনিধিরা বিজি প্রেস থেকে এসব উপকরণ সংগ্রহ করছেন।
উপকরণগুলোর মধ্যে রয়েছে- মনোনয়নপত্র, জামানত বই, রশিদ বই, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টারসহ বিভিন্ন রকম ফরম।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল ৯টায় বিজি প্রেস থেকে জেলা নির্বাচন কর্মকর্তাকে তার প্রতিনিধি পাঠিয়ে উপকরণ নিতে বলা হয়েছিলো। ১০টা থেকে তারা মালামাল সংগ্রহ করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় উদ্দেশে এক ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের যেন নির্বাচনী উপকরণ সংগ্রহ করতে কোনো অসুবিধা না হয় এজন্য সকালেই মাঠপর্যায়ে মনোনয়নপত্রসহ অন্যান্য উপকরণ পাঠানো হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।